রবিবার দুপুরে এলো মন খারাপ করা সেই খবর। সব থেকে খারাপ খবর যেটা শুনতে বা মানতে চায়নি কেউ। লড়াকু ঐন্দ্রিলা শর্মা আর নেই। পড়ে রয়েছে তার নিথর দেহ।
সংবাদমাধ্যমে খবরটা ছড়িয়ে পড়তেই বাড়লো যন্ত্রনা। পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের। এই কঠোর বাস্তব মেনে নেওয়া যাচ্ছে না। পরপর দুবার ক্যান্সারের মতো কঠিন লড়াইকে জয় করে সুস্থ শরীরে ফিরে আসা মানুষটি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ হয়ে গেলেন এটা মেনে নেওয়া যাচ্ছে না।
এদিকে শনিবার রাতেই প্রেমিকার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় আপডেট সম্পর্কিত তথ্য মুছে ফেলেছিলেন সব্যসাচী ফেসবুক থেকে। তারপরেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। আশঙ্কায় ভুগছিল প্রতিটি নেট নাগরিক। আন্দাজ করা গেলেও তখনও বিশ্বাস করা যাচ্ছিল না। কারণ তখনও শ্বাস ছিল ঐন্দ্রিলার শরীরে।
তবে রবিবার অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রচুর মানুষ খোঁজ করেছেন সব্যসাচীর প্রোফাইলে গিয়ে। খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রোফাইল। যাদের ফ্রেন্ডলিস্টে ছিলেন অভিনেতা তারা কেউই আর খুঁজে পাচ্ছে না তাদের পছন্দের অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি প্রোফাইল মুছে দিলেন তিনি?