৭ দিন হলো আমাদের মাঝে আর নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আগের সপ্তাহে রবিবার দুপুরে এসেছিল সবথেকে খারাপ খবর। হৃদয়বিদারক সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলাকে। তারপরেও এখনও কেউ ভুলতে পারেনি তাকে।
ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ঐন্দ্রিলা, সব্যসাচী এবং অভিনেত্রীর পরিবারের বিভিন্ন কাহিনী। সব্যসাচী চৌধুরী হলেন অভিনেত্রীর সব থেকে কাছের মানুষ যিনি ছায়াসঙ্গীর মতো আগলে রেখেছিলেন নায়িকাকে।
সেই দিনের পর থেকে একেবারে অন্তরালে চলে গেছেন অভিনেতা। একবারের জন্যেও আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। তবে এবার মেয়ের মৃত্যুর ১ সপ্তাহ পর শেষমেশ মুখ খুললেন ঐন্দ্রিলার মা শিখা। সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেছেন তিনি।
সব্যসাচী এবং ঐন্দ্রিলার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন “আমার সব্যর ঐন্দ্রিলা”। দেখা গেছে ঐন্দ্রিলার দুটি গাল দুই হাতে ধরে রয়েছেন সব্যসাচী। দুজনে একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। ছবিটি সত্যিই কাঁদিয়ে দেওয়ার মতো।