TRP: জগদ্ধাত্রীকে হারিয়ে পরপর দুই সপ্তাহ শীর্ষস্থানে ‘অনুরাগের ছোয়া’! “এবার জি কাকুর রাজ শেষ”, টিআরপি তালিকায় দেখে আনন্দে লাফাচ্ছে জলসা ভক্তরা

আবার একবার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করে এসেছে এই ধারাবাহিক । তবে সম্প্রতি পরপর দুই সপ্তাহ বাংলা টেলিভিশনের অন্যান্য ধারাবাহিককে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিল। শুরু থেকেই গল্পে দীপা এবং সূর্যের জুটিকে দর্শক দারুন ভালোবাসা দিয়েছে।

তবে সম্প্রতি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে তারা দূরে চলে যাওয়ায় এবং তারপরে তাদের দুই মেয়ে সোনা রুপা গল্পে আসা এই সব কিছু নিয়ে যে জমজমাটি ট্র্যাক চলছে। তা নিয়ে যে দর্শকদের মধ্যে ভালোই জনপ্রিয়তা অর্জন করছে এই ধারাবাহিক তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত এর আগে কয়েক সপ্তাহ ধরে টানা দেখা যাচ্ছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিককে শীর্ষস্থান অধিকার করতে।

কিন্তু সেখানে এবার জগদ্ধাত্রী’কেও পিছিয়ে ফেলে পর পর দু সপ্তাহ ‘অনুরাগের ছোঁয়া’ টপার হল। যা নিয়ে বেজায় খুশি তার ভক্তরা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ ৯.২ পেয়ে শীর্ষস্থান দখল করেছে। সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ যার প্রাপ্ত নম্বর ৮.৯।

প্রসঙ্গত এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে লাবণ্য অর্থাৎ সূর্যের মা চাইছে দীপা আবার তাদের পরিবারের ফিরে আসুক। যার জন্য সে দীপাকে নিজেদের কাছে আনার জন্য একটি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের আয়োজন করেছে। কিন্তু কাউকে জানতে দেয়নি যে, সে এই কম্পিটিশন আয়োজন করেছে। উল্টোদিকে দীপা সেই ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে যোগ দিয়েছে।

সম্প্রতি একটি পর্বে দেখা গেছে যে দীপা ফুল দিয়ে একটি বাড়ি বানিয়েছে কিন্তু মিশকা চক্রান্ত করে সেই বাড়ি ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত মিশকার সামনে সোনা বা রুপা কারোরই আসল পরিচয় আসেনি। সেই সঙ্গে রুপার আসল পরিচয়ও এখনো সূর্য বা তার পরিবার জানতে পারেনি। তাই এই সব কিছু নিয়ে এখন প্রতিদিনই জমজমাট পর্ব চলছে ‘অনুরাগের ছোঁয়া’তে। আর যা দর্শকদেরও খুব পছন্দের হয়ে উঠছে সেটা টিআরপি তালিকার ফল দেখেই বোঝা যাচ্ছে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.২
২য় •• জগদ্ধাত্রী ৮.৯
৩য় •• খেলনা বাড়ি ৮.১
৪র্থ •• গৌরী এলো ৮.০
৫ম •• বাংলা মিডিয়াম / পঞ্চমী ৭.৭

You cannot copy content of this page