‘আপনারা এত অকৃতজ্ঞ কেন?’মিঠাইকে ব্রাত্য করে জি বাংলার সোশ্যাল মিডিয়া জুড়ে উর্মি এবং দাদাগিরির প্রোমো শেয়ার করায় নেটিজেনরা জি বাংলার বিরুদ্ধে ফেটে পড়লেন তীব্র ক্ষোভে!

গত ছয় মাস ধরে টিআরপি রেটিং চার্টে একাই রাজত্ব চালাচ্ছে মিঠাই। সুখে-দুখে মিষ্টি মুখে এই সিরিয়াল মানুষের মনে এক চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে।এখন প্রায় সকলেই জানেন টিআরপি রেটিং চার্ট মানেই সেখানে প্রথম স্থানে থাকবে জি বাংলার মিঠাই। তবে চলতি সপ্তাহে টিআরপি রেটিং চার্টে একটু হলেও ধাক্কা খেয়েছে মিঠাই কারণ আগের সপ্তাহের থেকে মিঠাই কিছুটা কম নাম্বার পেয়েছে।অন্যদিকে জি বাংলার বাকি সিরিয়াল যমুনা ঢাকি সর্বজয়া অপরাজিতা অপু কোনরকমে জায়গা ধরে রেখেছে টিআরপি রেটিং চার্টে।

তবে সম্প্রতি যদি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাবে যে জি বাংলা এখন প্রাধান্য দিচ্ছে দুটি শো’কে। একটি হলো এই পথ যদি না শেষ হয় এবং আরেকটি হলো দাদাগিরি। বিগত কিছুদিন ধরেই এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের বেশকিছু ক্লিপিংস এবং নতুন প্রোমো লাগাতার দিয়ে আসা হচ্ছে জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। সেইরকমই দাদাগিরির এপিসোডের টুকরোর ঝলক দেখা যাচ্ছে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন মিঠাই ভক্তরা।

EPJNSH EPJNSH

তারা সমস্ত পোষ্টের তলায় গিয়ে কমেন্ট করে আসছেন যাতে জিবাংলা কর্তৃপক্ষ মিঠাই এর নতুন প্রোমো দেয়। একজন নেটিজেন তো নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই বলে যে জি বাংলা কর্তৃপক্ষের মিঠাই সিরিয়ালের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। টানা 42 সপ্তাহ ধরে মিঠাই টিআরপি রেটিং চার্টে এক নম্বরে রয়েছে। যা জি বাংলার জন্য অত্যন্ত গর্বের। সেজন্য জি বাংলা কর্তৃপক্ষের উচিত মিঠাই এর প্রোমো যত দ্রুত সম্ভব জি বাংলার পেজে দেওয়া। এভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা জিবাংলা কর্তৃপক্ষের উদ্দেশ্যে।তাদের একটাই দাবি কেন এই পথ যদি না শেষ হয় কি এত প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে সিরিয়ালটা টিআরপি রেটিং চার্টে ১ থেকে ১০ এর মধ্যেই নেই? মিঠাই যেখানে শীর্ষস্থান দখল করে আছে সেখানে জিবাংলা কর্তৃপক্ষের উচিত মিঠাই এর প্রোমো দেওয়া। এখন জি বাংলার কাছে এই দাবি পৌঁছায় কিনা সেটাই দেখার।