Ekka Dokka: ২২ মিনিটের সিরিয়ালে নায়ক নেই আছে শুধুই “অনিধিকা”! “রাধিরাজ”কে মুখোমুখি করছে না দুই পরিবারের টক্কর বাদ! এত কিসের অবহেলা? ক্ষুব্ধ দর্শক

দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় ‘এক্কা দোক্কা’ বর্তমানে নিজেদের গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে অনেকটাই। ধারাবাহিকের প্রথম থেকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি প্রথম থেকেই বেশ প্রিয় ছিল দর্শকদের। কিন্তু পোখরাজের শ্বশুরবাড়ি তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল।

আর তার জেরেই পোখরাজ ও রাধিকার মধ্যে দূরত্ব তৈরী হয়। এই দূরত্বের মাঝেই ধারাবাহিকে নয়া মোড় আনে লেখক। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহর চরিত্রে প্রতীক। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। ড: গুহর এন্ট্রি হওয়ার পর পোখরাজ নয় রাধিকা আর প্রতীকের জুটিকে বেশি চাইতে থাকে দর্শক। যদিও কয়েকজন এর বিপক্ষেও ছিল।

এরপরই ধারাবাহিকে রাধিকাকে ড: গুহর সঙ্গে বেশি দেখা যায়, অন্যদিকে রঞ্জাবতীর সঙ্গে বিয়ে হয় পোখরাজকে। যদিও পোখরাজের মনে এখনও রাধিকার জন্য ভালোবাসাই আছে কিন্তু সেটা সে প্রকাশ করতে চায় না। অন্যদিকে রাধিকার সঙ্গে ড: গুহর বিয়ের কথা চলছে। তবে বর্তমানের কিছু এপিসোড দেখে বেশ খেপে উঠেছে দর্শক।

দর্শকদের দাবি, ‘এক্কা দোক্কা’ গল্পটা যখন রাধিকা আর পোখরাজ দুজনের গল্প,, তখন দুজনের জীবন আলাদা হলেও গল্পটা দুজনেরই থাকা উচিত। লেখককে দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। গোটা পর্ব জুড়ে রাধিকা আর অণির্বানের screenplay রয়েছে শুধুই কিন্তু পোখরাজ আর রঞ্জার screenplay নেই বললেই চলে।

dr. guhaতবে কি নায়ককেই চেঞ্জ করে দিল লেখক? যেখানে ২২ মিনিটের এপিসোডে ১১ মিনিট রাধিকার আর ১১ মিনিট পোখরাজের থাকা উচিত। সেখানে পুরো পর্ব জুড়েই শুধু রাধিকা আর ড: গুহকে দেখিয়ে যাচ্ছে। গল্পের মূল উদ্দেশ্য ছিল, দুই পরিবারের টক্কর, সেটা বর্তমানে বাদই পড়ে গিয়েছে। রাধিকা-পোখরাজের টক্করটাই নেই, তারা মুখোমুখি হয় না তো টক্কর হবে কোথা থেকে”।