শিল্পীদের দুঃসময়ে কেউ মনে মনে রাখে না, ক্ষোভ উগড়ালেন টলিউডের বিখ্যাত ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়

লকডাউন আর করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা দেশ। বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে। অর্ধেকের বেশি লোক কাজ হারিয়েছে আর বাকিরা বসে আছে নতুন কাজের আশায়। তার পাশাপাশি এই মহামারিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বিনোদন জগতও। দৈনন্দিন জীবনে মানুষদেরকে প্রতি মুহূর্ত মনোরঞ্জন করে গেলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পীদের জীবনযাত্রা।

লকডাউন এর কারণে বন্ধ সিনেমা হল। ৫০% লোক নিয়ে চলছে শুটিং। বেশিরভাগ সিনেমাই মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। এই গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন বাংলা ছবির বহু পরিচিত খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়। কাজ নেই তাঁর। একসময় বাংলা সিনেমায় খলনায়কের চরিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু এখন করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করেছে তাঁর কাজকে। আসতে চলেছে তৃতীয় ঢেউ।

কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা অভিমানের সুরেই অভিনেতা জানালেন, শিল্পীদের দুঃসময়ে তাদেরকে কেউ মনে রাখেনা। কিন্তু তাও তিনি এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

করোনা শুধু সাধারণ মানুষের রোজগারে থাবা বসিয়েছে তা নয়। বিনোদন জগতের এমন অনেকে আছে যাদের কাছে কাজ নেই। রোজগার বন্ধ।