মায়ের সাধনায় সর্বানিকে বিরক্ত করতে নিষেধ করল রামপ্রসাদ অথচ সাধনায় মায়ের আসনে স্ত্রীকেই দেখল খাবারের থালা হাতে! সংসারে থেকেও কি হবে সাধনা?

খুব অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে দর্শকদের মনে ভালো জায়গা দখল করে নিতে পেরেছে স্টার জলসার রামপ্রসাদ। একেবারে আধ্যাত্মিক বিষয় নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালের মুখ্য দুই চরিত্র রামপ্রসাদ ও সর্বানি আর পাঁচটা সাধকের থেকে অনেকাংশে আলাদা। কারণ তারা সংসারে থেকেই করছে মায়ের সাধনা।

এমনিতে আধ্যাত্মিক বিষয়ের গুরুত্ব আমাদের সমাজে অনেকটা বেশি। এখনও যুগ এগিয়ে গেলেও বেশকিছু ক্ষেত্রে মানুষ আধ্যাত্মিকতাকে এড়িয়ে চলতে পারে না। আর তাই সহজে এই ধরণের বিষয় যেমন মানুষের মনে প্রবেশ করতে পারে তেমন সহজেই টিআরপি দখল করে নিতে পারে। এই সিরিয়ালের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

শুরু থেকে এখন পর্যন্ত রামপ্রসাদের সাধক হয়ে ওঠার দিকেই এগোচ্ছে গল্প। তবে রামপ্রসাদ সংসারে থেকে মায়ের সাধনা করা দেখিয়েছে সমাজকে। এবারে আস্তে আস্তে সিরিয়ালের গল্প এগোচ্ছে সেই পথেই। সম্প্রতি সামনে এল নতুন এক প্রোমো।

নতুন প্রোমোতে দেখা যায় রামপ্রসাদকে স্ত্রী সর্বানি খাবারের থালা হাতে খেতে অনুরোধ করে কিন্তু রামপ্রসাদ সাধনার সময়ে তাকে বিরক্ত করায় রেগে যায়। কিন্তু তার মধ্যেই দেখা যায় অদ্ভুত চমৎকার। দেখা যায় যে মায়ের আসনে সর্বানিকে দেখতে পায় রামপ্রসাদ। সে চমকে ওঠে। আবার তাকে খেতে অনুরোধ করে সর্বানি।

আর এরপরেই রামপ্রসাদ বলে যে সে সব ছেড়ে চলে যাবে কারণ এভাবে সাধনা করা যায় না। ঠিক তখন মা এসে সামনে বলে রাগ করলে সাধনা করবি কেমন করে? মায়ের পরামর্শেই কি সম্বিত ফিরবে তার সাধকের?

You cannot copy content of this page