এসেই হাতিয়ে নিল টিআরপি! কার কাছে কই মনের কথার শাশুড়ি-বৌমার কূটকাচালির কাছে পরাজিত কমলা ও মানিকের প্রেম! রাধিকা অনির্বাণের রোম্যান্স দেখাল খেল
টিআরপি (TRP) বড় বালাই। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সাপ্তাহিক রেজাল্ট আউট হয় বর্তমান বাংলা ধারাবাহিকগুলির। কে কোন স্থানে রয়েছে কে কত নম্বর পেয়েছে টিআরপি তালিকার সেটাই জানিয়ে দেয়। আসলে জনপ্রিয়তার নিরিখে প্রকাশিত হয় এই টিআরপি তালিকা। আর এই তালিকা নির্ধারণ করে দর্শকদের চোখে একটি ধারাবাহিকের দর্শকপ্রিয়তা ঠিক কতটা।
টিআরপি তালিকার প্রথম ১০-এ ঢোকার জন্য প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যেই চলতে থাকে চূড়ান্ত পর্যায়ের লড়াই। কিন্তু কখনও কখনও কোনও ধারাবাহিক এগিয়ে যায় আবার কখনও কোনও ধারাবাহিক পিছিয়ে পড়ে। তবে বাংলা ধারাবাহিক প্রেমীরা কিন্তু উৎসুক থাকে এই টিআরপি তালিকা দেখার জন্য। কে কাকে হারালো, টিআরপির লড়াইয়ে কে কোন জায়গা পেল সেই সমস্ত কিছুর উত্তর দেয় এই টিআরপি তালিকা।
গত সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছিল জলসার অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে জি বাংলার ফুলকি, চতুর্থ স্থানে জি বাংলার নিম ফুলের মধু এবং পঞ্চম স্থানে জি বাংলার রাঙা বউ। আর এবার চলতি সপ্তাহের টিআরপি তালিকাও কিন্তু বেশ চমকে দেওয়া।
এই সপ্তাহে প্রথম স্থান দখলে রাখল অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী তৃতীয় স্থানে যথারীতি ফুলকি। চতুর্থ স্থানে উঠে এসেছে রাঙা ব উ এবং পঞ্চম স্থানে স্টার জলসার হর গৌরী পাইস হোটেল। তবে সব থেকে চমকে দেওয়া বিষয় হল যে জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক কার কাছে কই মনের কথা হারিয়ে দিল আবারও জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। বলা যায় পারিবারিক কূটকাচালির কাছে হেরে গেল নিখাদ সামাজিক এবং প্রেমের একটি গল্প। এই সপ্তাহে ৪.৭ রেটিং পয়েন্ট নিয়ে স্লট লিডার জি বাংলার কার কাছে হয় মনের কথা। অন্যদিকে ৪.৪ নম্বর নিয়ে পিছিয়ে পড়ল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
২য় •• জগদ্ধাত্রী ৭.৮
৩য় •• ফুলকি ৭.৩
৪র্থ •• রাঙা বউ ৬.৭
৫ম •• হরগৌরী পাইস হোটেল ৬.৬
কার কাছে কই – ৪.৭
কমলা ও শ্রীমান – ৪.৪
খেলনা বাড়ি – ৫.৪
এক্কা দোক্কা – ৫.৭