মহালয়া (Mahalaya) আসতে আর মাত্র কিছুদিন। চ্যানেলগুলি মহালয়ার অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আগস্টের শেষ সপ্তাহে জি বাংলার (Zee Bangla) শ্যুট হয় এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্টার জলসার মহালয়ার শ্যুট হয়। এবছর আকাশে কোনও মহালয়ার শ্যুট হচ্ছে না। জি বাংলায় মা দুর্গার নটি রূপে ধরা দিচ্ছেন জনপ্রিয় সকল নায়িকারা।
মহালয়ার সকালে পাড়ায় পাড়ায় মহালয়ার গান, গঙ্গা স্নান, টিভিতে মহালয়ার অনুষ্ঠান, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যারিটোন ভয়েসে মহালয়া শোনার অপেক্ষায় থাকেন সকলেই। ১৪ অক্টোবর মহালয়া, জি বাংলার মহালয়াতে মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallik)। শিবের চরিত্রে থাকছেন ‘ফুলকির’র নায়ক অভিষেক বসু।
View this post on Instagram
জানা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ধরা দেবেন মা দুর্গার শিবা রূপে, মোহনা মাইতি ধরা দেবেন ব্রম্ভনি রূপে, ফুলকি ধারাবাহিকের দিভ্যানি মন্ডল মা লক্ষ্যি রূপে ধরা দেবেন। প্রতিটি সিরিয়ালের তারকারাই অংশগ্রহণ করছেন মহালয়ার অনুষ্ঠানের এক একটি চরিত্রে। স্টার জলসার (Star Jalsha) মহিষাসুরমর্দিনী পর্দায় মহামায়া দেবী দুর্গার ভূমিকায় এ বছর দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel mallick)।
প্রসঙ্গত, টিভির পর্দায় এর আগেও আমরা অভিনেত্রী কোয়েলকে মহিষাসুরমর্দিনী রূপে দেখেছি। এবারের মহালয়ার প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস (Surindar Films)। ছেলে কবীরের জন্মের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গা সাজবেন কোয়েল মল্লিক। টলিপাড়ার জনপ্রিয় তারকা শুভশ্রী থেকে শ্রাবন্তী সকলেই দেবী দুর্গা রূপে অসুর দমন করেছেন।
View this post on Instagram
মহলয়ার অনুষ্ঠান নিয়ে চ্যানেলগুলির মধ্যেও প্রতিযোগিতা বেশ জোরকদমেই হয়। কোন চ্যানেলে কে সাজবেন মহিষাসুরমর্দিনী, তা নিয়ে দর্শকদের মধ্যে বিস্তর কৌতুহল থাকে। এ বছর মহালয়ার শুটিং’এ কার বাজেট বেশি? তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন জেগেছে। জানা যাচ্ছে, এ বছর স্টার জলসার থেকে জি বাংলার মহালয়ার বাজেট বেশি। সেখানে দেব-দেবীদের গহনা ও সাজ-পোশাকের বাজেট চ্যানেল অনেক রেখেছে।