‘বউয়ের কাছে বরের গার্লফ্রেন্ডের থেকে বড় শাস্তি আর কিছু নেই’! সন্ধ্যা নিজেই সতীন ডেকে আনল বাড়িতে! আজই আসছে নয়নতারা?
সন্ধ্যাতারা (Sandhyatara) এই মুহূর্তে বেশ জমে উঠেছে। আকাশের সিদ্ধান্তে গল্পে একটা নতুন অধ্যায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদিও সেই অধ্যায় কি সেটা অজানা নয় দর্শকদের কাছে। কারণ সন্ধ্যা আর তারার পর এবার আকাশ নিজের জীবনে আনতে চলেছে এক নতুন মানুষকে। যদিও সেটা সত্যিকারের নয় শুধুমাত্র তার স্ত্রী এবং তার প্রাক্তন প্রেমিকাকে জ্বালানোর জন্য।
এদিকে সন্ধ্যা ইতিমধ্যে তার ছোট বোন দাদাকে বলে দিয়েছে যে তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে নয়নতারাকে। এখন তারা চিন্তায় পড়ে গেছে যে সে নয়নতারাকে কোথা থেকে খুঁজে পাবে কারণ আকাশ যে তারাকে ভালোবাসে সেটা আসলে সে।
নয়নতারা প্রোমো
ইতিমধ্যেই স্টার জলসা এই সিরিয়ালের একটি নতুন ঝলক প্রকাশ করেছে যেখানে দেখা গেছে যে আকাশ বলছে সন্ধ্যা এবং তারাকে একসাথে জব্দ করতে, তার একটাই প্ল্যান সেটা হল নয়নতারা। দেখা যায় যে সন্ধ্যা হাতে ত্রিশূল নিয়ে অপেক্ষা করছে আর বলছে কোথায় সেই শাকচুন্নি। দরজা খুলতেই দেখে আকাশ এনেছে নয়নতারাকে। মেয়েটি বেশ সুন্দরী, ইংরেজি বলছে আর একেবারে শহুরে। এই দেখে মাথা ঘুরে যায় সন্ধ্যার। সঙ্গে তারা ভাবে আসল তারা তো আমি তবে এ কাকে নিয়ে এল আকাশ।
আজকের পর্ব
গতকাল দেখা গেছে যে আকাশের বাবা, কাকা এবং পিসেমশাই তাকে দিয়ে ডিভোর্স ব্যাপারে সই করিয়ে দেওয়ার পর সন্ধ্যার কাছে গেছে সেই সই করাতে। অবশেষে সন্ধ্যা সেই পেপারে সই করে দেয়। তারপর সবাই মিলে হাসতে হাসতে ছুটতে ছুটতে আসে আকাশের কাছে এবং বলে মুক্তি পেয়ে গেল সে সন্ধ্যার হাত থেকে। ঠিক তখনই আকাশ দেখে যে সন্ধ্যা, নিজের নাম সই করেছে, সন্ধ্যা আনপ্যারালাল লিখে। এটায় সে খুব হাসে এই ভেবে যে এই ডিভোর্স পেপার কাজে লাগবে না এবং শেষে সে সন্ধ্যাকে মুক্তি দিতে পারল না। ফলে সন্ধ্যা বাধা পড়ে গেল।
তবে সকলের ভয় হয় যে বিজয়া বাড়িতে এলে ঝড় বয়ে যাবে সত্যিটা জানার পর। তাই আকাশ সন্ধ্যার কাছে গিয়ে তার বোনের দিব্যি দিয়ে মুখ খুলতে মানা করে। তখন সন্ধ্যা বলে কিন্তু এত বড় লোন ও একা শোধ করবে কী করে? নয়নতারার থেকে টাকা নেবে নাকি? এটা শুনে নীল বলে যে প্রয়োজন পড়লে সেটাই করবে আর এটা শুনে মাথা চাপরাতে চাপরাতে সন্ধ্যা বলে ‘বউয়ের কাছে তার বরের গার্লফ্রেন্ডের থেকে বড় শাস্তি আর কিছু হয় না’। ওই পেত্নী নরক করে দিল তার জীবনটা। সন্ধ্যার এই অবস্থা দেখে আকাশ মনে মনে ভাবে তার মানে নয়নতারা এলে সত্যিই সন্ধাকে জ্বালাতে পারবে সে আর শাস্তিও পাবে সন্ধ্যা।