বর্তমানে বাংলা টেলিভিশনে (Bengali Television) নতুন নতুন ধারাবাহিকের সমাহার হচ্ছে। একটি ধারাবাহিকের ইতি হতে না হতেই আরেকটি ধারাবাহিক চলে আসছে। বিগত এক বছরেরও বেশি সময় ধরে এই ট্রেন্ড চলছে বাংলা ধারাবাহিকের দুনিয়ায়। আসলে বর্তমানে টিআরপি হচ্ছে সবথেকে বড় বিষয়। যে ধারাবাহিকের টিআরপি নম্বর যত বেশি সেই ধারাবাহিক বেশিদিন চলবে অন্যথায় বন্ধ হয়ে যাবে।
আর সেই কারণেই ধারাবাহিকের এই বন্ধ শুরুর খেলায় নিজেদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের হারিয়ে ফেলার কোনও কারণই নেই। কোনও না কোনও ধারাবাহিক নিয়ে তারা শীঘ্রই ফিরে আসছেন পর্দায়। এই যেমন দুই জনপ্রিয় নায়কের ফেরার কথা ছিল বাংলা টেলিভিশনের পর্দায় ফের একবার। তাদের সঙ্গী হতেন জনপ্রিয় সব নায়িকারা।
কিন্তু এবার শোনা যাচ্ছে সেই দুই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েও আটকে গেল সম্প্রচার। একটি ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে ১ মাস।অন্য ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে ১৫ দিন। এমনকি এই দুই আসন্ন ধারাবাহিকের প্রোমো শুটিং পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু প্রোমো প্রকাশ্যে আসেনি। কোন চ্যানেলে ঘটেছে এমন ঘটনা?
আসলে সান বাংলা চ্যানেলে আসার কথা ছিল দুটি নতুন ধারাবাহিকের। একটি ধারাবাহিকের নাম দ্বিতীয় বসন্ত, অন্যটি বাদল শেষের পাখি। আর এই দুই ধারাবাহিকের মধ্যে দিয়েই ফিরছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই নায়ক। পঞ্চমী ধারাবাহিক পরবর্তী দ্বিতীয় বসন্ত ধারাবাহিকের হাত ধরে ফিরছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। উল্লেখ্য, এই ধারাবাহিকে দুই নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রাজদীপকে। এই ধারাবাহিকে রাজদীপের বিপরীতে একদিকে থাকছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জ্যাসমিন রায়। সেই সঙ্গে থাকছেন গঙ্গারাম খ্যাত অভিনেত্রী সোহিনী গুহ রায়।
অন্যদিকে নায়ক চরিত্রে ফের ফিরতে চলেছেন অভিনেতা সুস্মিত মুখার্জি। শোনা গেছে, ম্যাজিক মোমেন্টসের বিরাট বাজেটের এই ধারাবাহিকের নাম বাদল শেষের পাখি। জানা গেছে, নবাগতা এক অভিনেত্রী এই ধারাবাহিকে সুস্মিতের বিপরীতে অভিনয় করবেন। সেই নতুন অভিনেত্রীর নাম শ্রেষ্ঠা প্রামানিক। যদিও এর আগে আকাশ আট চ্যানেলে কাজ করেছেন তিনি।
কিন্তু এই দুই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে যাওয়ার পরেও এই ধারাবাহিক দুটি অন এয়ার হতে পারছে না তার কারণ সান বাংলা চ্যানেলে এখন এই দুটি ধারাবাহিককে দেওয়ার মত কোনও স্লট নেই। যে দুটি স্লট নড়বড়ে রয়েছে সেই দুটি স্লটে চলছে রূপ সাগরে মনের মানুষ এবং শ্যামা। এই দুটি ধারাবাহিকের বয়স কিন্তু বেশিদিন নয়। আর তাই চ্যানেল এক্ষুনি এই দুই ধারাবাহিককে বন্ধ করে দিতে বা সরাতে চাইছে না।