ওলোট পালোট TRP! অনুরাগের ছোঁয়া তলানিতে, কামাল করল জগদ্ধাত্রী! চমকে যাবেন আপনিও

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হল টিআরপি দিবস। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই ফয়সালা হয়ে যায় যে কোন সিরিয়াল কতটা জনপ্রিয় হয়ে উঠতে পেরেছে আর কে আশানুরূপ ফল করতে পারল না। বর্তমানে ক্রমেই বেড়ে চলেছে এই টিআরপি দখলের লড়াই কারণ একের পর এক নতুন সিরিয়াল আসছে নিজেদের জায়গা দখল করতে টিআরপিতে আর দর্শকদের মনে। গত সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ পায়নি দুর্গাপুজো থাকার কারণে। শুক্রবার টিআরপি তালিকা প্রকাশ পেয়েছিল। তবে নিয়ম মেনে এই সপ্তাহে আজই বেরিয়ে গেছে ফলাফল।

দশ মাসের বেশি সময় ধরে টানা বিনোদনের বিচারে নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার সম্পর্কের টানাপোড়েন হল এই গল্পের মূল বিষয় যেটা শুরু থেকেই প্রবল। ওদিকে আবার অনুরাগের ছোঁয়াকে টক্কর দেয় জি বাংলার জগদ্ধাত্রী। আগেরটা ফ্যামিলি ড্রামা আর পরেরটা একেবারে অন্যরকম একটা গল্প যেখানে পুলিশ অফিসার জ্যাস সান্যাল হল আসল। এরপর নতুন আসা ফুলকি জগদ্ধাত্রীকে সমানে সমানে টক্কর দিচ্ছে। আর এই দুই সিরিয়াল দ্বিতীয় আর তৃতীয় স্থান দখলের লড়াইয়ে চলে এসেছে। পরের দুটো স্থান হেরফের হয় প্রায়শই। তবে মূল লড়াই হল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে।

ওদিকে নতুন শুরু হয়ে কামাল দেখাচ্ছে জল থৈ থৈ ভালোবাসা, সন্ধ্যাতারা, ইচ্ছে পুতুল এবং কার কাছে কই মনের কথা। কেউ কেউ সেরা পাঁচ স্থানে না থাকলেও স্লট ঠিক ধরে রাখছে। তবে এবার জেনে নেওয়ার পালা সেরা পাঁচ স্থান দখল করল কোন কোন সিরিয়াল। প্রথম স্থানে জগদ্ধাত্রী। এরপর দ্বিতীয় স্থান দখল করল নিম ফুলের মধু। তৃতীয় স্থানে যথারীতি ফুলকি। চতুর্থ আর পঞ্চম স্থানে এবার রয়েছে কার কাছে কই মনের কথা আর অনুরাগের ছোঁয়া। এই ফল আশা করা যায় না।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা পাঁচ:

#TRPBreaking

2nd Nov | Thursday

1st জগদ্ধাত্রী ৬.৭

2nd •• নিম ফুলের মধু ৬.৫

3rd •• ফুলকি ৬.৪

4th •• কার কাছে কই ৬.৩

5th •• অনুরাগের ছোঁয়া ৬.২

 

Trending ••

ইচ্ছে পুতুল – ৫.১

তোমাদের রাণী – ৫.০

জগদ্ধাত্রী – ৬.৭