‘বারান্দায় রোদ্দুর…’ শীতের রোদ গায়ে মেখে উষ্ণ ছবি পোষ্ট ঋতাভরীর

বরাবরই একান্তে ছুটি কাটাতে ভালবাসেন টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) । তাই সুযোগ পেলেই চলে যান দূরে কোথাও । তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবিগুলি এর প্রমাণ । কখনও তাঁকে দেখা যায় সমুদ্রের ধারে, কখনও আবার রেস্তোরাঁয় । এবার বাড়িতেই রবিবার কাটাচ্ছেন ঋতাভরী । সেই ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ।

ছবিতে ঋতাভরী কোথাও ব্যালনিতে দাঁড়িয়ে, কোথাও আবার প্যানকেক খেতে খেতে বই পড়ছেন। কোথাও গেলে স্টিকার সাঁটিয়েছেন weird লিখে। কোথাও বা ছবি দিয়েছেন এক গুচ্ছ গিফটের।

হই চইতে আসতে চলেছে ঋতাভরীর নতুন প্রজেক্ট।’নন্দিনী’ গল্পটি স্নিগ্ধা নামের একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে। অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। গল্পের স্নিগ্ধা সন্তান সম্ভবা। মা হওয়ার এই খুশি বেশি দিন টেকে না স্নিগ্ধার কপালে। ডাক্তার জানিয়ে দেয় যে এই বাচ্চা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন গর্ভপাত করিয়ে নেন ।

এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই স্নিগ্ধার পরিবারের সকলের মন খারাপ হয়ে যায়। রাতের ঘুম উড়ে যায় তাঁদের। কিন্তু হঠাৎ করেই রাতের বেলা স্নিগ্ধার টেলিফোন বেজে ওঠে। ফোন ধরতেই একটি বাচ্চা ওপাশ থেকে বলে ওঠে ‘মা আমি এখনো মরে যায়নি আমি এখনো বেঁচে আছি’। আর তার পরের গল্পটা জমে যাবে ধারাবাহিকে।

আরও পড়ুনঃ দীপা বিবাহিত জেনেও মনের কথা চেপে রেখে হাসিয়ে যাচ্ছে অর্জুন! ‘এ যেন মিশকা না হয়, বন্ধুত্ব কাকে বলে প্রমাণ করে দিক’, চাইছে দর্শক

প্রেগন্যান্ট নারীর চরিত্রে অভিনয় সহজ ছিল না। গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো ফুটিয়ে তুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ঋতাভরীকে। আগামী কয়েকটা মাস তিনি শুধু স্নিগ্ধা হয়ে বাঁচতে চান। এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়দের। আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমস-এ স্ট্রিম করবে ৯ এপিসোডের এই সিরিজ।