নতুন বছরের শুরুতে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে আসছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক (Bengali Serial)। টিআরপি একটু এদিক-ওদিক হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর তাতেই ঝাঁপ পড়ছে বেশ কিছু মেগা ধারাবাহিকের। টিআরপির (TRP) রেষারেষির জেরে এখন কোনও সিরিয়ালের এক বছর টেকা দায়! গত কয়েক মাসে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে টলিপাড়ায়।
সমান তালে আগমনও হয়েছে একাধিক সিরিয়ালের। স্টার জলসা, জি বাংলা বা কালার্স ও সান! সর্বত্রই এক দৃশ্য। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’। কিন্তু জনপ্রিয় হলেও কখনই আশানুরূপ হয়নি টিআরপি ফলাফল। তাই ভেঙ্কটেশ ফিল্ম ধারাবাহিকটির জন্য নিয়েছেন দৃঢ় সিদ্ধান্ত। এবার হয়েছে পরিচালক বদল।
স্টার জলসা এই ধারাবাহিকের পরিচালক অনুপম হরিকে সরিয়ে, জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের নির্মাতা শুভাশিস মন্ডলকে দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যেই শুভাশিস মন্ডল তাঁর পুরো টিম জয়েন করেছেন ‘কার কাছে কই মনের কথা’। বিদেয় নিয়েছে অনুপম হরির টিম। এখন দেখার, পরিচালক বদলের পর সিরিয়ালের টিআরপি ফল কী হয়।
প্রসঙ্গত, বাংলার বিনোদন চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। জলসা ও জি-এর মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। একে অন্যকে টেক্কা দিতে, দুই চ্যানেলেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক।’তুমি আশে পাশে থাকলে’-র মত জি-তেও শুরু হয়েছে ভৌতিক ধারাবাহিক ‘আলোর বেণু’। চলতি সপ্তাহের বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ্যে এলেই জানা যাবে, কে কাকে টক্কর দিতে সক্ষম হল।
চলতি বছরের নভেম্বরে শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’। লালকুঠির পর এটি স্টার জলসার ভৌতিক ধারার দ্বিতীয় উদ্যোগ। প্রথম প্রমো প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল দর্শক মহলে। একেবারে অন্য ধারার গল্প ‘তুমি আশে পাশে থাকলে’।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!