স্টার জলসার (Star Jalsha) বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে শীঘ্রই। স্টার জলসার খুব শীঘ্রই বসতে চলেছে চাঁদের হাট। গতবছর প্রোমো শুট হওয়ার পরও হয়নি স্টার জলসার মূল অনুষ্ঠান অর্থাৎ স্টার জলসার সেরা পরিবারের অ্যাওয়ার্ড। যে কারণেই হতাশ ছিলেন স্টার জলসার দর্শকরা। তাই এই বছরের শুরুতেই স্টার জলসা নিয়ে চলে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
অনেকদিন ধরেই চলছিল স্টার জলসার পরিবার আওয়ার্ড অনুষ্ঠানের কথা। ভোটিং পদ্ধতিও শুরু হয়েছে অনেক দিন ধরেই। স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকের আপনাদের প্রিয় চরিত্রকে ভোট দেবার বিজ্ঞাপনও শুরু হয়েছে অনেক আগেই। তবে সামনে আসছিল না অনুষ্ঠানে শুটিংয়ের দিনগুলো। তবে এবার স্টার জলসার অফিস থেকে জানানো চলেছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান দিন।
ইতিমধেই স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড প্রোমো শুট শুরু হয়ে গেছে। প্রতি বারের মতোই এবার থাকবে স্টার জলসা পরিবারের সমস্ত কলাকুশলীরা। থাকবে নাচ, গান মজা। নমিনেশন থাকবে প্রতিবারের মতোই প্রিয় বর, বউ, জুটি, মা, ইত্যাদি এবং সব শেষে থাকবে স্টার জলসার সেরা পরিবারের অ্যাওয়ার্ড। স্টার জলসার সেরা বরের তালিকায় এবছর নাম করেছে রামপ্রসাদ, দুর্জয়, ওম, আকাশনীল, দেব, সূর্য, অগ্নিভ সহ নানান তারকার। একইসঙ্গে বউদের মধ্যে নাম রয়েছে শ্রাবণ, দীপা, কথা, রানী, ঈশানী সহ স্টার জলসার নানান তারকার।
খুব শীঘ্রই আসছে চলেছে দর্শকদের সামনে। তবে শুটিং মূল তারিখগুলো সম্পর্কে জানা গেছে এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই হবে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের শুটিং। ৭ই ফেব্রুয়ারি হবে নাচের ট্রেলার শুটিং। ৮ তারিখ হবে নাচের ফাইনাল শুটিং, এবং মূল অনুষ্ঠান হবে ৯ই ফেব্রুয়ারিতে। অনুষ্ঠানের সম্প্রচার হতে পারে মার্চ মাসের মাঝামাঝি জানিয়েছে স্টার জলসার নির্মাতা কমিটি। তাহলে কে পেতে চলেছে স্টার জলসা সেরা পরিবারের অ্যাওয়ার্ড, কে হবে সেরা বউমা, কে হবে সেরা বর, কারা পাবে সেরা জুটি জানতে হলে নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়।
“যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!