প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বাংলা ধারাবাহিকের সপ্তাহিক ফল প্রকাশিত হয়। আর এই দিনটির ওপর বিশেষ নজর থাকে বাংলা ধারাবাহিক প্রেমীদের। কারণ এই বিশেষ দিনেই বোঝা যায় কোন বাংলা ধারাবাহিক বাঙালি দর্শকদের মন জয় কতটুকু সাফল্য লাভ করেছে। তবে মাঝেমধ্যে একটু আধটু পরিবর্তন হয়েই থাকে। কখনও শুক্রবার আবার কখনও পরের সপ্তাহের সোমবারেও প্রকাশিত হয়ে থাকে টিআরপি তালিকা (TRP List) ।
এই যেমন চলতি সপ্তাহে মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস থাকার কারণে বৃহস্পতিবার বারের পরিবর্তে শুক্রবার প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের সপ্তাহিক ফলাফল। তবে বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের অবস্থা একটু হলেও টালমাটাল। কারণ চলছে আইপিএল। আর সেই কারণবশতই প্রত্যেক বছর এপ্রিল-মে মাসে বাংলা ধারাবাহিকগুলির জনপ্রিয়তায় একটু হলেও ভাটা পড়ে।
আসলে ধারাবাহিকে মশগুল থাকা বাঙালির ক্রিকেটের প্রতি প্রেমও কিন্তু দুর্নিবার। আর তাই এই সময়টায় বাংলা ধারাবাহিকের পাশাপাশি ক্রিকেট দেখার কারণে টিআরপি নম্বর কমতে থাকে বাংলা ধারাবাহিকগুলির। তবে এরই মধ্যে টিআরপি তালিকায় বেশ কিছু ধারাবাহিক কিন্তু টিআরপি তালিকায় টানা ভালো ফল করে চলেছে। যার মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু, ফুলকি, জগদ্ধাত্রী, গীতা এলএলবি!
তবে টিআরপি তালিকার প্রথম পাঁচে বেশ কয়েক সপ্তাহ যাবৎ রাজত্ব শুধু জি বাংলার। টিআরপি নম্বর কমলেও জি বাংলার ধারাবাহিকগুলি কিন্তু দর্শকদের দারুণ রকম ভাবে মনোরঞ্জন করে চলেছে। অস্ত্র গেছে জলসার অনুরাগের ছোঁয়া। শীর্ষস্থানের জন্য এখন লড়াই নিম ফুলের মধু, ফুলকি, জগদ্ধাত্রীর। কখনও একটি ধারাবাহিকে এগিয়ে যায় তো কখনও অন্য ধারাবাহিক।
আরো পড়ুন: প্রতীক ভক্তদের জন্য বড় দুঃ’সং’বাদ! অভিনেতার কেরিয়ারে সিঁ’দুরে মেঘ, সব শেষ হয়ে গেল নয়া ধারাবাহিক উড়ানের! তবে কী আসছে না ধারাবাহিক?
চলতি সপ্তাহে শীর্ষস্থান দখলের লড়াইয়ে সবাইকে টপকে এগিয়ে গেছে সবার প্রিয় ফুলকি। যথাক্রমে দ্বিতীয় স্থানে নিম ফুলের মতো ও তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তবে চলতি সপ্তাহে সবাইকে চমকে দিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে জলসার কথা। পঞ্চম স্থানে যুগ্ম ভবে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ও স্টার জলসার গীতা এলএলবি।
BT •• ফুলকি 7.0
2nd •• নিম ফুলের মধু 6.8
3rd •• জগদ্ধাত্রী 6.7
4th •• কথা 6.4
5th •• কোন গোপনে & গীতা LLB 6.3