বিনোদন জগতে ফের নেমে এলো শোকের ছায়া। অভিনেত্রীর সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেত্রীর, ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ত্রিনয়নী ধারাবাহিকের তিলোত্তমা অর্থাৎ অভিনেত্রী পবিত্রা জয়রাম (Pavitra Jayaram)।
কিভাবে মারা গেলেন অভিনেত্রী পবিত্রা জয়রাম?
রবিবার অন্ধপ্রদেশের মেহেবুবা নগরের কাছে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সুত্রে জানা যাচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছিল। ঠিক সেই মুহূর্তেই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটি বাস ডান দিক থেকে এসে সজোরে অভিনেত্রীর গাড়িটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং ঘটনাস্থলেই প্রাণ ত্যাগ করেন অভিনেত্রী পবিত্রা জয়রাম।
জানা গেছে, অভিনেত্রী নিজের গাড়ি করে কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিলেন। অভিনেত্রীর সঙ্গে ওই একই গাড়িতে ছিলেন গাড়িচালক শ্রীকান্ত, অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, অভিনেতা চন্দ্রকান্ত। দুর্ঘটনার তাঁরা প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন। তাঁদের প্রত্যেকেই ভর্তি কড়া হয়েছে হাসপাতালে।
না বাংলা নয়, তেলেগু ত্রিনয়নী ধারাবাহিকে তিলোত্তমার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পবিত্রা জয়রাম
তবে এটি বাংলা ধারাবাহিক ত্রিনয়নী নয়, তেলেগু ভাষার অতি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ছিল ত্রিনয়নী। সেখানেই তিলোত্তমার চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছিল দর্শকদের। তেলেগু ভাষায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর আরও একাধিক ভাষায় রিমেক করা হয়েছিল অভিনীত ধারাবাহিক এবং চরিত্র। এছাড়াও কন্নড় এবং তেলেগু ভাষায় আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন:শুরু হওয়ার আগেই শেষ! জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের জীবনে ঘটে গেল বড় দুর্ঘটনা
পবিত্রা জয়রামের মৃত্যুতে শোকপ্রকাশ হয়েছেন অভিনেতা সমীপ আচার্য
অভিনেত্রীর অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন টেলিপাড়ার অনেক কলাকুশলীরা। অভিনেতা সমীপ আচার্য অভিনেত্রীর মর্মান্তিক প্রয়াণে শোকপ্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন “এইমাত্র সংবাদটি শুনলাম। এটা সত্যি অবিশ্বাস্য। আমার প্রথম অনস্ক্রিন মা ছিলেন আপনি। আপনি সবসময় আমার কাছে বিশেষ একজন হয়েই থাকবেন।“ অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগী এবং সহকর্মীরা।