নতুন বছর ২০২৬ শুরু হতেই তারকাদের জীবনে একের পর এক সুখবর ভক্তদের মন ভরিয়ে দিচ্ছে। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। সামনে ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। এই আনন্দের আবহেই আরও একটি খুশির খবর ভাগ করে নিলেন বঙ্গ কন্যা অদ্রিজা রায়। মুম্বইয়ে এক ঘরোয়া অথচ রোম্যান্টিক আয়োজনে বাগদান সেরেছেন অভিনেত্রী। আগেই দক্ষিণী সাজে তাঁর বাগদানের ছবি আলোচনায় এসেছিল। এবার একেবারে আলাদা আবহে, ওয়েস্টার্ন লুকে আংটি বদলের মুহূর্ত তুলে ধরলেন তিনি।
হিন্দি ধারাবাহিক অনুপমার মাধ্যমে সর্বভারতীয় স্তরে পরিচিতি পাওয়া অদ্রিজা এখন জীবনের এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলেছেন। বিয়ের আগে তাঁর বাগদান যেন এক আধুনিক রূপকথার গল্প। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা বেইজ রঙের সিক্যুয়েন্স ও পাথরের কাজ করা গাউনে অপরূপ লাগছে তাঁকে। পাশে হবু বর বিগ্নেশ আইয়ার, নেভি ব্লু রঙের পাথরের কাজ করা জ্যাকেট ও টাউজারে সমানভাবে নজর কাড়ছেন। সাজপোশাক থেকে শুরু করে মুহূর্তের আবহ সব মিলিয়ে এই আয়োজন যেন ভালবাসার নিখুঁত প্রকাশ।
দু পাশে জ্বলন্ত মোমবাতি, গোলাপি গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে হাত ধরে তাঁদের প্রবেশ ছিল নজরকাড়া। কখনও হাঁটু গেড়ে বসে একে অপরকে আংটি পরাচ্ছেন, আবার কখনও আদুরে মুহূর্তে ধরা দিচ্ছে তাঁদের ভালবাসা। কোনও ছবিতে বিগ্নেশের কোলে অদ্রিজা, আবার কোথাও নায়িকার হাতে চুমু খেতে দেখা যাচ্ছে তাঁকে। প্রতিটি ফ্রেমেই স্পষ্ট হয়ে উঠেছে তাঁদের গভীর অনুভূতি আর একে অপরের প্রতি নির্ভরতা।
এই বিশেষ দিনে অদ্রিজার পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। অভিনেত্রী দেবচন্দ্রিমা নিজেও বাগদানের মুহূর্ত শেয়ার করে আনন্দ প্রকাশ করেন। লেহেঙ্গায় সেজে ওঠা দেবচন্দ্রিমাকে সাদা ও গোলাপি রঙের পাথরের কাজ করা গাউনে দেখা যায়। বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে। গত ২৫ জানুয়ারি মুম্বইয়ের এক খামার বাড়িতে অনুষ্ঠিত হয় এই বাগদান। এর আগে কাঞ্জিভরম শাড়ি, মানানসই গয়না আর ফুলের অলংকারে দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়া এনেছিলেন অদ্রিজা, আর এবার ওয়েস্টার্ন সাজে তুলে ধরলেন আধুনিকতার ঝলক।
আরও পড়ুনঃ “তুই এলি, কথা বললি…বাড়ির ভুলবোঝাবুঝি গুলোকে সামলানোই তো বড়দের কাজ!” ইম্পা বৈঠকে ‘পদ্মশ্রী টদ্মশ্রী’ বিতর্ক কাটিয়ে, প্রসেনজিৎ-দেবের বোঝাপড়া! টলিউডে অশান্তির সমাপ্তি, কবে একই পর্দা ভাগ করবেন দু’জন?
অদ্রিজার হবু স্বামী বিগ্নেশ আইয়ার দক্ষিণ ভারতীয়। তাঁদের প্রেমের গল্পও কম রোম্যান্টিক নয়। এক বন্ধুর মাধ্যমেই আলাপ, প্রথম দেখাতেই ভাল লেগে যাওয়া, তারপর বন্ধুত্ব থেকে প্রেম। সোশ্যাল মিডিয়ায় কথাবার্তার মাঝেই ধীরে ধীরে গড়ে ওঠে এই সম্পর্ক। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অদ্রিজা। তবে বিয়ে নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট, দুই পরিবারের সম্মতি ও নিয়ম মেনেই শুরু করবেন নতুন জীবন। ভক্তদের আশা, এই নতুন অধ্যায়ে অদ্রিজার মুখে থাকবে শুধু হাসি আর সুখের আলো।






