অভাবনীয় কামব্যাক জি বাংলার! মুখ থুবড়ে পড়ল জলসা! প্রথম পাঁচে শুধুই জি’র দাপট

চলতি সপ্তাহে বৃহস্পতিবারের পরিবর্তে আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হয়েছে টিআরপি (TRP) তালিকা। বাংলা ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা সবাই এই টিআরপির দিকে তাকিয়ে থাকেন। কারণ টিআরপি তালিকার ফল প্রকাশ চ্যানেল ও চ্যানেলে চলা ধারাবাহিক গুলির জন্য খুব‌ই গুরুত্বপূর্ণ।

বলাই বাহুল্য ধারাবাহিকে এখন প্রতিযোগিতার বাজার। আর সেখানে টিকে থাকতে হলে টিআরপি তালিকায় ভালো ফল করতেই হবে। তবে এখন এক একটি ধারাবাহিক টানা ভালো ফল করে চলে এমনটা হয়না। এখন ধারাবাহিকে ওপর নীচ চলতে থাকে। এই আজ একটি ধারাবাহিক এগিয়ে গেল কাল আর একটি।

তবে তুলনামূলকভাবে জলসার তুলনায় টিআরপি তালিকার প্রথম পাঁচে দাপট বেশি জি বাংলার। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ধারাবাহিকের পর্দায় চলা বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। তবে মাঝে মধ্যে এমন এমন ঘটনা ঘটে যা দেখে বাংলা টেলিভিশনপ্রেমীরা চমকে ওঠেন। আর আজ টিআরপি তালিকায় তেমনি একটি ঘটনা ঘটেছে।

বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে জি বাংলার কিছু ধারাবাহিক ধারাবাহিকভাবে ভালো ফল করছে। যেমন নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে। কিন্তু গত সপ্তাহে একেবারে কামাল হয়ে যায়। ‌গত সপ্তাহে এমন একটি ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে যে ধারাবাহিকটি বিগত কিছু সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে পর্যন্ত জায়গা পায়নি। আর সেই ধারাবাহিকটি হল গীতা এলএলবি।

তবে এই সপ্তাহে আবার‌ও সবাইকে চমকে দিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে নিম ফুলের মধু। দ্বিতীয় স্থান দখল করেছে কোন গোপনে মন ভেসেছে। তৃতীয় স্থান দখল করেছে ফুলকি, চতুর্থ স্থানে গীতা, এবং যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছে জগদ্ধাত্রী ও কথা। উল্লেখ্য, এই সপ্তাহেও প্রথম পাঁচে ঠাঁই হয়নি দর্শক মনে ঝড় তোলা ধারাবাহিক শুভ বিবাহর। চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

BT •• নিম ফুলের মধু ৭.২
2nd •• কোন গোপনে ৭.১
3rd •• ফুলকি ৭.০
4th •• গীতা LLB ৬.৯
5th •• জগদ্ধাত্রী, কথা ৬.৮