টিআরপিতে ধুন্ধুমার জি বাংলা, জলসার! কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, প্রথম স্থান অর্জন করল কে?

আজ বৃহস্পতিবার আজ আবার‌ও যথাসময়ে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা চলে এসেছে। পুজোর মরশুম চলছে এখন বাংলায়। আর তাই চলতি সপ্তাহে টিআরপি (TRP) যে কম হবে তা আগে থেকেই জানা ছিল। ঠাকুর দেখার ফাঁকে বাঙালি যে ধারাবাহিক কম দেখবে তা বলাই বাহুল্য। আর তাই এই ধারাবাহিকের এই করুন সময়ে টিআরপিতে রাজ করল কোন ধারাবাহিক?

টিআরপি তালিকা অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট। আসলে কোন ধারাবাহিক দর্শকের মনের মধ্যে কতটা জনপ্রিয়তা পেয়েছে সেটার‌ই তুল্য মূল্য বিচার করা হয় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে। আর পুজোর মরশুম বাংলা ধারাবাহিকের দুনিয়ায় শ্রেষ্ঠ হল কোন ধারাবাহিক তা দেখতে হবে বৈকি!

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় চলা বহু ধারাবাহিকের মধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের ভীষণ কাছের হয়ে ওঠে। আর যথারীতি সেই সমস্ত ধারাবাহিক‌ই টিআরপি তালিকায় দর্শকদের মন জয় করতে সফল হয়। আর সেই রকমই দর্শক প্রিয় দুটি ধারাবাহিক হল জি বাংলার ফুলকি ও জলসার কথা। চলতি সপ্তাহের যুগ্মভাবে টিআরপি টপার এই দুটি ধারাবাহিক।

বলাই বাহুল্য, যে ধারাবাহিকের হাত ধরে যত বেশি টিআরপি আসবে, বা দর্শকদের মনের মধ্যে যে ধারাবাহিকের গ্রহণযোগ্যতা বেশি হবে অবশ্যই সেই সমস্ত ধারাবাহিক‌ই টিআরপি তালিকায় বেশি দিন রাজত্ব করবে। আর জি বাংলার নিম ফুলের মধু ও জলসার গীতা এলএলবি সেই রকমই দুটি ধারাবাহিক।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

1st •• ফুলকি , কথা ৬.৬
2nd •• নিম ফুলের মধু ৬.৩
3rd •• গীতা LLB ৬.২
4th •• জগদ্ধাত্রী ৬.১
5th •• উড়ান ৬.০

Back to top button