দীপাবলির সপ্তাহে টিআরপি কাঁপালো জি বাংলা, কঠিন টক্কর দিল স্টার জলসা! সেরার শিরোপা উঠল কার মাথায়?

চলতি সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন প্রকাশিত হয়নি টিআরপি তালিকা (TRP List) । কারণ দীপাবলির কারণে ছুটি ছিল। আর সেই কারণেই বেশ খানিকটা দেরি করে চলতি সপ্তাহের সোমবার প্রকাশিত হলো টিআরপি তালিকা। আর বলাই বাহুল্য এই টিআরপি তালিকার দিকে বাঙালি দর্শকদের নজর থাকে। কারণ তাদের প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল সেটা দেখাটা তাদের কাছেও বেশ একটা আগ্রহের বিষয়বস্তু।

আসলে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার মানদন্ড হল এখন এই টিআরপি। টেলিভিশনের রেটিং পয়েন্টে যে ধারাবাহিক যত বেশি রেটিং পাবে সেই ধারাবাহিক বাঙালি দর্শকের ততটাই মনের গভীরে পৌঁছতে পেরেছে বলে মনে করা হয়। তবে বলাই বাহুল্য, ভালো গল্প, দারুণ অভিনেতা-অভিনেত্রী থাকা সত্ত্বেও অনেক ধারাবাহিক‌ই বাঙালি দর্শকদের মনের গভীরে পৌঁছতে পারেনা। আর সেই সব ধারাবাহিকের অকাল বিদায় নিশ্চিত থাকে।

তবে বর্তমান সময়ে কিন্তু একাধিক ধারাবাহিক বাঙালি দর্শকদের মনের অত্যন্ত গভীরে পৌঁছে গেছে। আর যে কারণে যুগ্মভাবে একই স্থান দখল করছে বহু ধারাবাহিক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রধান চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে। আর হবে নাই বা কেন? এখন সমস্ত বাংলা ধারাবাহিকের গল্পই প্রায় জমে উঠেছে। আর জমাটি গল্পের কারণেই বেড়েছে লড়াই।

প্রায় প্রত্যেক সপ্তাহেই স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিকের মধ্যে কঠিন টক্কর দেখা যাচ্ছে ইদানিংকালে। চলতি সপ্তাহেও তার অন্যথা হয়নি। তবে বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে টিআরপি কাঁপাচ্ছে জি বাংলার ফুলকি। শুরু হওয়ার পর থেকে একটিবারের জন্যও প্রথম পাঁচের বাইরে বেরোয়নি এই ধারাবাহিকটি। শুধু কি তাই? কঠিন লড়াইয়ে প্রায় প্রত্যেক সপ্তাহেই প্রথম স্থান দখল করে নিচ্ছে এই ধারাবাহিকটি।

আর ফুলকিকে দারুণ সঙ্গ দিচ্ছে জি বাংলার অপর ধারাবাহিক নিম ফুলের মধু। আসন্ন দিনে ধারাবাহিকের স্লট বদল হলেও এই ধারাবাহিকভাবে বাঙালি দর্শকের মন থেকে বেরোবে না তা বলাই বাহুল্য। চলতি সপ্তাহে কামাল করে দিয়েছে জি বাংলার এই দুই ধারাবাহিক। যুগ্মভাবে টিআরপি টপার ফুলকি এবং নিম ফুলের মধু। পিছিয়ে নেই জলসাও। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান দখল করেছে গীতা এবং কথা। তৃতীয় স্থানে যুগ্মভাবে জগদ্ধাত্রী কোন গোপনে। ‌ চতুর্থ স্থানের লড়াইয়ে কামাল করেছে শুভ বিবাহ। যুগ্ম ভাবে পঞ্চম স্থান দখল করেছে উড়ান এবং রোশনাই। এই সপ্তাহে ভালো ফল করেছে আনন্দী এবং তেঁতুল পাতাও। ‌

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

1st •• ফুলকি, নিম ফুলের মধু 7.7
2nd •• গীতা LLB, কথা 7.1
3rd •• জগদ্ধাত্রী, কোন গোপনে 6.9
4th •• শুভ বিবাহ 6.1
5th •• উড়ান, রোশনাই 5.9