ক্যা’ন্সারে তছনছ অভিনেত্রী মিঠু চক্রবর্তীর জীবন! স্ত্রীর অসু’স্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী শুটিং ফ্লোরে ফিরলেও, অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। অসু’স্থতার কারণে শুটিং থেকে দূরে ছিলেন কিছুদিন, সেই সময়ে নিজের জীবনের অনেক কিছুর ভাবনা নিয়ে এগিয়েছেন। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “অভিনয়ে আর আগ্রহ নেই, একই ধাঁচের চরিত্র পেলে করতে রাজি নই।” অভিনয় জীবনের সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়ে তাঁর বক্তব্য, “কিছু নতুন বা চ্যালেঞ্জিং চরিত্র না এলে আর অভিনয় করব না।”

মার্চ মাসে স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচার এবং নিজে শারীরিক অসুস্থতার পর অনেক কিছুই পাল্টে গিয়েছে সব্যসাচীর জীবনে। বুকের পেসমেকার বসানোর পর, ধূমপানও ছেড়ে দিয়েছেন। তবে তা সত্ত্বেও অভিনয় থেকে দূরত্ব বজায় রাখছেন। তাঁর কথায়, “চল্লিশ বছর ধরে ধূমপান করার পর ছাড়তে একটু সময় লেগেছে। সেই সঙ্গে বাড়িতেও প্রভাব পড়ছে।” স্ত্রীয়ের নিষেধ সত্ত্বেও শুটিং ফ্লোরে ধূমপান করেছেন লুকিয়ে, এমনও মজার ঘটনা শুনিয়েছেন হাসতে হাসতে।

কেন ফেলুদার চরিত্র ছাড়ার সিদ্ধান্ত নিলেন সব্যসাচী?

অভিনয়ের প্রতি অনীহা থেকে ফেলুদার চরিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সব্যসাচী। তাঁর মতে, একই চরিত্রে আর অভিনয় করতে ভালো লাগছে না। ফেলুদা চরিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বললেন, “সবাই বলে আমার কণ্ঠ বা চেহারার জন্য ফেলুদায় জনপ্রিয় হয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি অভিনয়ের গভীরতাই মূল। এতগুলো বছরের পর মনে হয়, আর নতুন কিছু দিতে পারছি না।” নতুন চরিত্রে ফেরার সম্ভাবনা থাকলেও, ফেলুদার জগৎ থেকে সরে এসেছেন তিনি।

নতুন কিছু নয়, সেই হিরোর বাবা! একঘেয়েমির ফাঁদে সব্যসাচী

বাংলা চলচ্চিত্রে নতুনত্বের অভাবে, একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন সব্যসাচী। বিশেষ করে শহরের দর্শকদের জন্য তৈরি হওয়া নির্দিষ্ট ধারার ছবিগুলোর সমালোচনা করেন তিনি। চরিত্রের জন্য সৃজনশীলতার অভাবে অভিনেতা অনীহা প্রকাশ করেছেন, “একই হিরোর বাবা চরিত্র, একই সংলাপ, এই ধরনের ছবিতে আমি আর কাজ করতে চাই না।” তিনি মনে করেন গ্রামীণ দর্শকদের জন্য আরও নান্দনিক ও মূল্যবোধ সম্পন্ন ছবি তৈরি হওয়া প্রয়োজন।

Sabyasachi Mithu

আরও পড়ুনঃ আঁখির কামাল! চাঁদা ছাড়াই ভাঙাচোরা জিনিস দিয়ে ম্যাজিক দেখালো আঁখি, দুই শালিকের এই পর্ব মিস করবেন না

অভিনয়ের বাইরে, তাঁর অনুরাগীদের সঙ্গেই নিজের অবসর কাটাচ্ছেন সব্যসাচী। যদিও সমাজমাধ্যমে নেই, তবে তাঁর ফ্যানক্লাব ‘সব্যসাচী চক্রবর্তী ফ্যান আর্মি’র মাধ্যমে ফ্যানদের ভালোবাসা উপভোগ করেন। হাসতে হাসতে বললেন, “সবাই অল্পবয়সি মেয়ে, প্রতি জন্মদিনে কেক নিয়ে আসে।” অভিনয় থেকে সরে গেলেও, ফ্যানদের সঙ্গেই তাঁর জীবনের আনন্দ খুঁজে পাচ্ছেন।