দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছিল প্রোমো (Promo)। বিদেশের এক এয়ারপোর্টে নায়িকা। অচেনা দেশে চেনা মুখের খোঁজ করছে সে। মনের ভিতর টানাপড়েন। অবশেষে নিজের পথ খুঁজে পায় সে। এরপর কোন দিকে এগোবে ধারাবাহিকের গল্প? প্রেম না অন্য উপখ্যান? রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনায় সেই গল্প দেখতেই আপাতত মুখিয়ে দর্শক।
আসন্ন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে ঊষসী চক্রবর্তীকে। ২০২০-র পর ফের ছোটপর্দায় গৃহপ্রবেশ হতে চলেছে তাঁর। মাঝের সময়টা ওটিটিতে চুটিয়ে কাজ করেছেন। সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের আরও একটি প্রচার ঝলক।
প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রোমো
দেখা যাচ্ছে, বিদেশের মাটিতে পা রেখেই ছিনতাই হয়েছিল শুভলক্ষ্মীর ব্যাগ। কিন্তু সেই হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে বের করে তার আদৃত না। অচেনা নতুন শহরে খুব বেশিক্ষণ একা থাকতে হয় না শুভলক্ষ্মীকে। তারপরই আদৃতদা তাকে নিয়ে আসে বাড়িতে।
বরফে ঢাকা রাস্তা পেরিয়ে শুভলক্ষ্মী চলল তার আদৃতদার বাড়ি। গাড়ি এসে একটি বিশালাকার বাড়ির সামনে থামে। আনন্দী অবাক হয়ে যায় আদৃতের বাড়িতে দেখে। এত সুন্দর বাড়ি! তখনই তাকে থামিয়ে দেয় আদৃত। বলে, ‘ওয়েলকাম হোম’। বাংলায় যাকে বলে ‘গৃহপ্রবেশ’।
ঘরের মেয়ের সাগর পাড়ির গল্প নিয়ে স্টার জলসায় আসছে গৃহপ্রবেশ। এই প্রথম বাংলা ধারাবাহিকের ইতিহাসে কলকাতা বা গ্রামবাংলার দৃশ্যপট নয়, গল্পের শুরু আমেরিকা থেকে।