রাঙামতির নায়ক বদল! একলব্য নয়, রাঙার জীবনে নতুন নায়ক হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেতা

এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha ) কিন্তু জমজমাট।‌ আসলে একাধিক সব নতুন ধারাবাহিকের আগমনের ফলে কিন্তু আবার‌ও তেড়েফুঁড়ে উঠেছে বাংলা ধারাবাহিকের খোলনচে বদলে দেওয়া এই চ্যানেল। টিআরপি তালিকাতেও কিন্তু বর্তমান সময়ে এই চ্যানেলের বেশ কিছু ধারাবাহিক খুব ভালো স্থানে রয়েছে। এমনকী নতুন শুরু হ‌ওয়া ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ টিআরপি তালিকাতে চমকে দেওয়া ফল করেছে।

কিছুদিন আগেই জলসার পর্দায় শুরু হয়েছে দু’দুটি নতুন ধারাবাহিক। রাঙামতি তীরন্দাজ ও দুই শালিক।‌ বলাই বাহুল্য, দুই শালিক ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের মধ্যে যতটা উন্মাদনা ছিল ততটা উন্মাদনা কিন্তু রাঙামতি ধারাবাহিকটিকে নিয়ে একেবারেই ছিল না দর্শকদের মধ্যে। অনেকেই মনে করেছিলেন, রীতিমতো ফ্লপ খাবে ধারাবাহিকটি। কিন্তু সবাইকে চমকে দিয়ে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে রাঙামতি। আরে দুর্ধর্ষ ফল করে সবাইকে কার্যত চমকে দিয়েছে ধারাবাহিকটি।

দুই শালিকে পোড় খাওয়া দুই অভিনেত্রী তিতিক্ষা এবং নন্দিনীর সামনে একেবারেই আনকোরা ছিলেন রাঙামতির নায়িকা মনীষা মন্ডল। নবাগতা এই অভিনেত্রীকে শুরুতে পছন্দ ছিল দর্শকদের। কিন্তু নিজের অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। আদিবাসী মেয়ের অলিম্পিকের মেডেল জয়ের স্বপ্নের গল্প মনে ধরেছে বাঙালি দর্শকদের। আর এখানেই সাফল্য নবাগতা মনীষার। যদিও এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেডেলের পরিবর্তে গলায় বিয়ের মালা উঠেছে রাঙার।

গল্প অনুযায়ী রাঙার বিয়ের দিন তার বর আসেনি, এই পরিস্থিতিতে রাঙাকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে, তার দিদিমণি নিজের ছেলে একলব্যের সঙ্গে রাঙার বিয়ে দিয়ে দেন। যদিও একলব্যের জীবনে ছিল তার প্রেমিকা আহেরি। এখন রাঙা ও একলব্যের জীবনের মূল বাধা হয়ে উঠেছে সে।

আরও পড়ুন: স্টার জলসার নতুন সিরিয়ালে ফিরছেন ‘জলসা’র জল নূপুর খ্যাত নায়িকা!

যদিও রাঙা একলব্যকে স্পষ্টই জানিয়ে দিয়েছে এই বিয়ে হলেও একলব্যের পদবী গ্রহণ করবে না সে। বরং রাঙামতি তীরন্দাজ হয়েই নিজের পরিচয় গড়ে তুলবে সে।‌ এখন‌ও দেশের হয়ে মেডেল জেতার স্বপ্ন তার চোখে বাঁধা। এদেরই মধ্যে গল্পে এসেছে নতুন টুইস্ট। এসেছে নতুন নায়ক। রাঙার শিক্ষক হিসাবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এক মুখকে। হ্যাঁ, রাঙার জীবনের নতুন নায়ক হয়েই কি তবে এন্ট্রি নিতে চলেছেন শুভঙ্কর সাহা? তার আগমনেই কি তবে এক হবে একলব্য-রাঙা?