টলিউডে কাজের অভাব! পেটের দায়ে ফুটপাতে ‘কে আপন কে পর’, ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত পরিচালক

টলিপাড়ার (Tollywood) পরিচিত পরিচালক অয়ন সেনগুপ্ত (Ayan Sengupta) যাঁর ঝুলিতে রয়েছে ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’ এবং ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। অথচ, কাজের অভাবে আজ তাঁকে ফুটপাথে খাবারের দোকান খুলতে হয়েছে। স্ত্রী এবং ছোট ছেলেকে নিয়ে সংসার চালানোর তাগিদে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন তিনি। সাম্প্রতিক একটি ভিডিয়ো বার্তায় অয়ন জানালেন, পরিচালনার পাশাপাশি অভিনয় করলেও দীর্ঘদিন কাজ না থাকায় তিনি আর্থিক চাপে পড়েছেন।

ফুটপাতে অস্থায়ী দোকান খুলে জীবন কাটাচ্ছেন অয়ন দত্ত!

তপন থিয়েটারের সামনে ছোট্ট একটি ‘গার্ডেন আমব্রেলা’-র তলায় তাঁর অস্থায়ী দোকান। মেনুতে ঘুঘনি, ভেজিটেবল চপ, চিকেন পকোড়ার মতো খাবার। পথচলতি মানুষ দোকান দেখে দাঁড়াচ্ছেন, খাবার কিনছেন। তাঁর স্ত্রীও দোকানের কাজে সমানভাবে সহযোগিতা করছেন। অয়ন বলেন, “নিজেদের পেশা ছাড়িনি। কিন্তু সংসার চালাতে হলে বিকল্প আয়ের পথ খুঁজতেই হবে।” তাঁর লড়াই দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

অয়ন জানান, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বহুবার যোগাযোগ করেও আশানুরূপ ফল পাননি। কিছু জায়গায় শুরুতেই জানিয়ে দেওয়া হয়, কাজ সম্ভব নয়। আবার কোথাও চেষ্টা করেও মনোনীত হতে পারেননি। তাঁর দাবি, কেউ যদি তাঁর ত্রুটিগুলি ধরিয়ে দেন, তিনি নিজেকে সংশোধন করবেন। তবে তাঁর কোনো অভিযোগ নেই। বরং তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে একবার অনিয়মিত হয়ে পড়লে আর ফিরতে পারা কঠিন।

এই অবস্থায় পরিচালকের পাশে দাঁড়ানোর প্রশ্নে ইন্ডাস্ট্রি দ্বিধাবিভক্ত। ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন স্বীকার করেছেন, অনেক টেকনিশিয়ান এবং পরিচালকেরই এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, “চ্যানেল এবং প্রযোজকেরা সাধারণত পরিচিত মুখ এবং নিয়মিত কাজ করা পরিচালকদের উপরেই ভরসা রাখেন।” তবে তিনি আশ্বাস দিয়েছেন, গিল্ড অয়নের পাশে থাকার চেষ্টা করবে।

আরও পড়ুন: গৌরবের সন্দেহ ঠেকাতে ঝিলিকের সা’হসী পদক্ষেপ! কী পরিণতি অপেক্ষায় করছে তার ভাগ্যে? 

অয়নের ভিডিয়ো দেখে অভিনেত্রী স্বস্তিকা দত্ত-সহ অনেকেই প্রশংসা করেছেন তাঁর হার না মানা মনোভাবের। তবে অয়নের একটাই আক্ষেপ— চেষ্টার পরও যদি কাজ না মেলে, তাহলে পথ চলাটা খুব কঠিন হয়ে পড়ে। এদিকে, প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার জানিয়েছেন, একবার কাজের প্রস্তাব দিলেও তখন অন্য প্রোজেক্টে ব্যস্ত থাকায় অয়ন তাঁর প্রোজেক্টে যুক্ত হতে পারেননি। এখন তিনি যত দ্রুত সম্ভব অয়নের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন।