জিনিয়া নয় শুভ লক্ষীকে ভালোবাসে আদৃত! জানিয়ে দিল মনের কথা, গৃহপ্রবেশে ধামাকাদার প্রোমো

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন মেগা সিরিয়াল গৃহপ্রবেশ (Grihoprobesh)। মাত্র দিন কয়েক হল জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই নতুন ধারাবাহিক। ‘চিনি’ শেষ করে নতুন এই ধারাবাহিক শুরু হয়েছে জলসা পর্দায়। নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় ও ‘বরণ’ খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়।

প্রকাশ্যে এল গৃহপ্রবেশের নতুন প্রোমো!

ধারাবাহিকের গল্প জুড়ে ফুটে রয়েছে বিদেশি আদব-কায়দা। ঘরের মেয়ের সাগর পাড়ের গল্প শোনাচ্ছে ‘গৃহ প্রবেশ’। যেখানে উষসীকে দেখা গিয়েছে নদীয়া থেকে বিদেশ যেতে। আর সেখানে সে থাকছে পূর্ব পরিচিত আদৃত দার বাড়িতে। তিনি হলেন ধারাবাহিকের নায়ক। নায়িকা তথা শুভর সঙ্গেই বাঁধা পড়বেন তিনি।

সম্প্রতি একটি নতুন প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। যেখানে দেখা যাচ্ছে, আদৃত এবং জিনিয়া অর্থাৎ আদৃতর বান্ধবীর বিয়ের তোড়জোর চলছে। সর্বগুণসম্পন্না শুভ জিনিয়ার জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছে। এমন সময়, আদৃতর খোঁজ করতে থাকে সবাই। আদৃত তখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কি যেন ভাবছে। শুভ এসে আদৃতকে বলে সবাই তাঁকে খুঁজছে।

আদৃত তখন শুভকে জানায়, তাঁর মনে হচ্ছে সে বড় একটা ভুল করতে চলেছে। আর সেই ভুলটা হল এই বিয়েটা। জিনিয়া আদৃতর জন্য সঠিক মানুষটি নয়। আদৃত অন্য কাউকে ভালোবাসে। শুভ তখন জিজ্ঞেস করে কাকে ভালবাসে আদৃত? শুভর চোখের দিকে তাকিয়ে আদৃত বলে, যদি বলি তোমাকে? শুভকে সরাসরি প্রেমের প্রস্তাব জানায় আদৃত।

আদৃতর থেকে এই কথা আশা করেনি শুভ। সে ভীষণ অবাক হয়ে যায়, তবে মনে মনে খুশিও হয়। আর এখান থেকেই দর্শকের প্রশ্ন, তাহলে কি এবার অন্য রুটে গড়াবে গল্প? আদৃত এবং শুভর প্রেম ফুটে উঠবে ‘গৃহপ্রবেশের’ কাহিনীতে? নিঃসন্দেহে বলা যায় নতুন প্রোমো দর্শক মহলে উদ্দীপনার সৃষ্টি করল। এখন দেখা যাক যে, আগামী পর্বে কি দেখানো হয়।

আরও পড়ুনঃ ফের নায়িকার অসুস্থতা! ধারাবাহিক ছাড়লেন ‘রাঙামতি তীরন্দাজ’-এর প্রধান নায়িকা!