“বেচারা সিরিয়ালের নায়ক-নায়িকাদের দেখলে কষ্ট হয়…সব রেডিমেড অভিনেতা”: শাশ্বত চ্যাটার্জী

‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ একটা সময় ছিল যখন টেলিভিশন পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। সিরিয়াল থেকে ‘আবার প্রলয়’ এমনি ওয়েব সিরিজেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। যদিও মাঝের সময়টা লম্বা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‌অভিনেতা বললেন, এখনকার সিরিয়ালের নায়ক-নায়িকাদের দেখে তাঁর বেচারা বলেই মনে হয়।

সিরিয়ালের নায়ক-নায়িকাদের ‘বেচারা’ বললেন শাশ্বত!

ছোট পর্দার অভিনেতা হিসাবে যাত্রা শুরু থেকে অভিনয়ের জার্নি চলছে এখনও। টলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি মায়ানগরীর অভিনেতা। বর্তমানে বলিউডি প্রজেক্টে কাজ করেছেন শাশ্বত। তাই অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। সিরিয়ালের তখন আর এখন ‌নিয়ে প্রশ্ন করা হলে অকপটে উত্তর দেন শাশ্বত চট্টোপাধ্যায়। কি বললেন তিনি?

অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে বর্তমান প্রজন্মের সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে শাশ্বত স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন প্রজন্মের অভিনেতাদের দেখে তাঁর ‘বেচারা’ মনে হয়। আজ থেকে কিছু বছর আগে ২০০৫-২০০৬ সালে তাঁকে ধারাবাহিকে দেখেছিলেন দর্শক। প্রায় উনিশ বছর আগের কথা।

শাশ্বত বললেন, তখন কাজের ধরণ ছিল সম্পূর্ণ আলাদা ছিল। আর এখন তো সিরিয়ালের গল্প, সম্প্রচার সবকিছুতেই ব্যাপক পরিবর্তন এসেছে‌।সিরিয়ালের সে যুগ আর এযুগের পার্থক্যের প্রসঙ্গে অভিনেতা বললেন, “তখন একটা প্রোডাকশন, একটা দৃশ্যে অভিনয় করতে আমরা যে সময়টা পেতাম। বর্তমানের নায়ক নায়িকারা সেই সময়টা পায় না। কারণ, তাঁদের হাতে সময় নেই।”

আরও পড়ুন: তাদের বিয়ের খবরে মুখরিত চারিদিক, কিন্তু হঠাৎই বিয়ে ভাঙছে শ্বেতা-রুবেলের!

অভিনেতা আরো বলেন, “আমাদের সময় ব্যাঙ্কিং করা যেত। আগে থেকে গল্প ঠিক করা হত। আমরা একটা দৃশ্য নিয়ে একসঙ্গে বসে ভাবতাম, রিহার্সাল করতাম। এখন বেচারা যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত তাঁদের কথা ভাবলে কষ্ট হয়।” কারণ শাশ্বতর বক্তব্য, “মনে হয় আমাদের থেকে ওরা অনেক বেশি রেডিমেড অভিনেতা। ওরা সেটে এলে চিত্রনাট্য পায়। আগে আমরা আড্ডা দিতাম সেটে। বর্তমানে সেটা উঠে গিয়েছে।” শাশ্বতর কথায়, “বর্তমানে আমরা সবাই ছুটছি। কেন ছুটছি জানি না।”