জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। টিআরপি তালিকাতেও নিয়মিত নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। রাই-অনির্বাণের সম্পর্কের টানাপোড়েন এবং তাদের এক হওয়ার অপেক্ষায় দর্শক দীর্ঘদিন ধরে প্রহর গুনছে। যদিও কিছু দর্শক রাইকে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিলেন। কিন্তু গল্পের নতুন মোড় একেবারে অন্য পথে এগোচ্ছে। এবার তাঁদের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে হাজির হয়েছে অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল।
ফাঁকা বাড়িতে কাছাকাছি কোয়েল-অনির্বাণ!
রাইয়ের সংসারে এখন মেয়েকে নিয়ে থাকতে শুরু করেছে কোয়েল। যদিও শুরু থেকেই এতে আপত্তি জানিয়েছিল অনির্বাণ, তবে রাইয়ের ভালোবাসার আদর্শ তাকে কোয়েলকে থাকতে বাধ্য করেছে। কিন্তু রাইয়ের এই সরলতা ও উদারতার সুযোগ নিয়ে সংসারে বিভ্রান্তি তৈরির ছক কষছে কোয়েল। অনির্বাণকে নিজের দিকে টানতে এবং সংসারে অশান্তি বাড়াতে নিজের মেয়েকেও ঢাল হিসেবে ব্যবহার করছে সে। কিন্তু রাই এখনও সেই ছলচাতুরির আঁচ পায়নি।
গল্পের জট আরও ঘনীভূত হচ্ছে। একের পর এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে রাই-অনির্বাণ। যদিও মাঝেমধ্যে কোয়েলকে নিয়ে সন্দেহ তৈরি হয় রাইয়ের মনে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। এর মধ্যেই আগামী পর্বে দেখা যাবে, স্রোত-সার্থকের বিয়ের অনুষ্ঠানের মাঝেই নতুন কাণ্ড ঘটাতে চলেছে কোয়েল। বাথরুমে শ্যাম্পু ফেলে পড়ে যাওয়ার মিথ্যে নাটক সাজিয়ে অনির্বাণকে বাড়িতে ডেকে আনে সে।
অনির্বাণ বিয়ের মণ্ডপ থেকে অনেকক্ষণ ধরে না ফেরায় চিন্তায় পড়ে যায় রাই। ফোনে বারবার চেষ্টা করেও অনির্বাণকে পাওয়া যায় না। এদিকে অনির্বাণ আর কোয়েল একসঙ্গে বাড়িতে রয়েছে, এই ভেবে অঘটনের শঙ্কা গ্রাস করে রাইকে। এবার কি সত্যিই ভুল বোঝাবুঝির নতুন অধ্যায় শুরু হবে রাই-অনির্বাণের জীবনে?
আরও পড়ুনঃ “আমার বাংলা ভাষাকে অপমান করলে মেনে নেব না…” গান বিতর্কে সপাট উত্তর গায়িকা ইমন চক্রবর্তীর
দর্শকদের মনে উত্তেজনার পারদ চড়ছে। কোয়েলের ছলনায় কি ভাঙনের পথে যাবে রাই-অনির্বাণের সম্পর্ক? নাকি সত্যের জয় হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। অনির্বাণ-রাই-কোয়েলের এই ত্রিকোণ সম্পর্কের রহস্যে ভরা গল্প এখন টেলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।