“আমার বাংলা ভাষাকে অপমান করলে মেনে নেব না…” গান বিতর্কে সপাট উত্তর গায়িকা ইমন চক্রবর্তীর

বাংলা গানের মঞ্চে হিন্দি গাওয়ার দাবি! এমন পরিস্থিতিতেই সপ্রতিভ জবাব দিয়ে ভাইরাল হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সম্প্রতি কলকাতায় এক বহুজাতিক সংস্থার আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশনের সময় এক দর্শকের বক্তব্যে ক্ষুব্ধ হন ইমন। গানের মাঝেই চিৎকার করে ওই ব্যক্তি বলে ওঠেন, “হিন্দি গান গাইয়ে, নাচেঙ্গে।” ইমন তখনই জোর গলায় প্রতিবাদ জানান। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বাংলা গানের অপমান শুনেই গর্জে উঠলেন ইমন!

ইমন এই পরিস্থিতিতে নিজেকে দমে যেতে দেননি। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানতাম সেখানে অবাঙালি শ্রোতা থাকবেন। আমরা সব ভাষার গান গাই, কিন্তু নিজের ভাষাকে অসম্মান করা কখনও মেনে নেব না। বাংলায় থেকে, এখানে রোজগার করে কেউ যদি বাংলা গান শুনতে চায় না, তাহলে সেই মানসিকতা অসহনীয়।” ইমনের এই বক্তব্যে তাঁর ভক্তরা যেমন প্রশংসা করেছেন, তেমনই নিন্দুকদের কথাও উঠেছে। কেউ কেউ বলেছেন, “ইমন নিজেও তো হিন্দি গান করেন!”

 

 

Bengali singer

 

ইমন আরও বলেন, “আমি সব ভাষার গান গাই। হিন্দি, গুজরাতি, পঞ্জাবি— সবই করেছি। কিন্তু বাংলা ভাষাকে অসম্মান করলে আমি চুপ থাকব না। এই ভাষার জন্য আমাদের গর্ব থাকা উচিত। চেন্নাই বা দিল্লিতে নিজেদের ভাষার প্রতি যে সম্মান দেখা যায়, তা বাংলায় দেখা গেলে আমাদের সংস্কৃতি আরও উচ্চস্তরে পৌঁছে যেত।”

ঘটনার দিন মঞ্চে দাঁড়িয়েই ইমন সপাটে বলেন, “বাংলায় থেকে, বাংলায় চাকরি করে সাহসের সঙ্গে বাংলা গান শুনব না বলছ! অন্য জায়গা হলে হয়তো চুলের মুঠি ধরে বার করে দিত। এই ভণ্ডামি বরদাস্ত করব না। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাষার সম্মান বজায় রাখতে হবে।” ইমনের এই বক্তব্যে দর্শকরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানান।

আরও পড়ুনঃ বিয়ের পর রান্নাঘরে যেতে চাননি শর্মিলা ঠাকুর! শুনে নবাব মনসুর যা করেছিলেন, জানলে চোখ কপালে উঠে যাবে

ইমনের বক্তব্য ঘিরে সমালোচনা হলেও, তাঁর ভাষার প্রতি দায়বদ্ধতা মন ছুঁয়েছে অনেকের। গায়িকা পরিষ্কার জানিয়েছেন, হিন্দি গান গাওয়ার মধ্যে ভুল নেই। কিন্তু বাংলা ভাষাকে অসম্মান করতে দেবেন না। “আমার ভাষা, আমার গর্ব। বাংলার সংস্কৃতি রক্ষা করাই আমার দায়িত্ব,” বলেন ইমন। তাঁর এই অবস্থান বাংলার মঞ্চে গানের ভাষা নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে।