টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) শনিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যা নিয়ে মল্লিক এবং রানে পরিবারে বইছে আনন্দের জোয়ার। দ্বিতীয়বার দাদু হওয়ার পর রঞ্জিত মল্লিকের উচ্ছ্বাস আর ধরে না। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, তাঁর নাতনিকে দেখতে ফুটফুটে হয়েছে। কোয়েলের মেয়ে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখবে কি না, সেই প্রশ্নে তিনি হেসে বলেন, “এখনই বলা যাবে না। সন্তানদের মতামতই আসল। আগে বড় হোক, তারপর দেখা যাবে।” বর্তমানে কোয়েল এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন। পরিবারের সদস্যরা নতুন অতিথিকে স্বাগত জানাতে নার্সিংহোমে ছুটে গেছেন।
মল্লিক পরিবারের ভবিষ্যৎ নায়িকা কোয়েলের মেয়ে!
কোয়েলের ছেলে কবীরও বোনকে পেয়ে দারুণ খুশি। রঞ্জিত মল্লিক এক বিস্ময়কর ঘটনার কথা জানিয়েছেন। কয়েকদিন আগে কবীর একটি ছোট্ট মেয়ের ছবি আঁকেছিল এবং মাকে দেখিয়ে বলেছিল, এটি তার পুতুলের মতো একটি বোন হতে পারে। শনিবার সেই ইচ্ছা পূরণ হওয়ায় পরিবারে সবাই আনন্দে অভিভূত। কবীরের কথায়, তার বোন চাই, আর সেই প্রার্থনাই যেন বাস্তবায়িত হয়েছে। দিদা দীপা মল্লিক জানিয়েছেন, দুই সন্তানের উপস্থিতি পরিবারকে সম্পূর্ণ করে। কবীরও তার নতুন সঙ্গী পেয়ে আনন্দে আত্মহারা।
নাতনিকে পেয়ে দাদু-দিদা রঞ্জিত ও দীপা মল্লিক নানা স্বপ্ন দেখতে শুরু করেছেন। রঞ্জিতের মতে, শিশুর সারল্য তাঁকে মুগ্ধ করে, এবং বাড়িতে আরও একজন খেলার সঙ্গী আসায় তিনি খুব খুশি। নতুন অতিথির আগমনে মল্লিক ও রানে পরিবারের সকলেই মেতে আছেন। নিসপাল রানে এবং পরিবারের অন্য সদস্যরাও এই খুশি উদযাপন করছেন।
কোয়েলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠছে। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও তিনি দ্রুত কাজে ফিরবেন বলে জানিয়েছেন দীপা মল্লিক। তাঁর মতে, কোয়েল অভিনয় ছাড়া থাকতে পারবেন না। তবে এবার তিনি আরও বাছাই করে কাজ করবেন, যাতে পরিবার এবং ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখা যায়।
আরও পড়ুনঃ মোহর সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা বাসুদেব চক্রবর্তী আর নেই, শোকের ছায়া টলিউডে
মল্লিক এবং রানে পরিবারে নতুন সদস্যের আগমন যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। শিশুর সারল্য আর পরিবারের ভালোবাসা দুই পরিবারকেই একসূত্রে বেঁধে রেখেছে। এখন সবাই অপেক্ষা করছে কোয়েলের ফিরে আসার এবং তাঁর নতুন কাজের জন্য। তবে আপাতত সকলের মন জয় করে নিয়েছে ছোট্ট নবজাতক।