মোহর সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা বাসুদেব চক্রবর্তী আর নেই, শোকের ছায়া টলিউডে

বিনোদন জগতের জন্য গভীর শোকের দিন। জনপ্রিয় বাংলা সিরিয়াল মোহর-এর অভিনেতা শ্রী বাসুদেব চক্রবর্তী ( Basudeb chakroborty) আর আমাদের মাঝে নেই। গত বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, রাত ৩:২০ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া এবং অনুরাগীরা। পেছনে রেখে গেলেন তাঁর একমাত্র ছেলে অতুনু চক্রবর্তীকে।

বাসুদেব চক্রবর্তী ছিলেন বাংলা ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ। তাঁর কাজের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। মোহর সিরিয়ালে তাঁর চরিত্রটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। শুধু মোহর নয়, বিভিন্ন সিনেমা ও নাট্যমঞ্চেও তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন। একসময়ের থিয়েটারকর্মী বাসুদেব ছোটপর্দায় পা রেখে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর সহ-অভিনেতারা বলছেন, তিনি ছিলেন অত্যন্ত সহযোগিতামূলক এবং কাজের প্রতি নিবেদিতপ্রাণ।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে বিরত ছিলেন। গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল। তবে, বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেতার বাড়িতে এখন শুধুই শোকের ছায়া।

শ্রী বাসুদেব চক্রবর্তীর প্রয়াণে টলিউড জুড়ে নেমে এসেছে গভীর শোক। বিভিন্ন সহকর্মী ও অভিনেতারা তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন। মোহর সিরিয়ালের প্রধান অভিনেত্রী বলেন, “তিনি শুধু একজন অসাধারণ অভিনেতা নন, ছিলেন অভিভাবকস্বরূপ। তাঁর অভাব অনুভব করব প্রতিটি শটে।”

আরও পড়ুনঃ গৃহপ্রবেশে জমজমাট মুহূর্ত! শুভ না জিনিয়া, কার প্রতি ঝুঁকল আদৃত?

বাসুদেব চক্রবর্তীর একমাত্র ছেলে অতুনু চক্রবর্তী তাঁর বাবার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। অতুনু জানান, “বাবা ছিলেন আমার জীবনের অনুপ্রেরণা। তাঁকে হারিয়ে আমরা দিশেহারা।” পরিবারকে সমবেদনা জানাতে অনেক সহকর্মী তাঁদের বাড়িতে পৌঁছেছেন। আগামী রবিবার তাঁর শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করা হবে বলে পরিবার জানিয়েছে।

You cannot copy content of this page