‘রাঙামতি’র চমকে মুগ্ধ দর্শকেরা, চরিত্র হয়ে ওঠার কৌশল জানালেন অভিনেত্রী মনীষা

স্টার জলসার (Star Jalasha) বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম এই সময়ের নজরকাড়া ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। এই মেগার মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায়, নীলাঙ্কুর মুখোপাধ্যায় (Nilankur Mukhopadhyay) এবং মনীষা মন্ডলকে (Manisha Mondal)।

টলিউডের বাংলা টেলিভিশনে নানা সিরিয়ালের মাঝে প্রায় মাঝে মধ্যেই কোনো না কোনো পুরনো ধারাবাহিকের অবসান ঘটিয়ে সূচনা হয় নতুন কোনো ধারাবাহিকের। এমনই এক নতুন সিরিয়াল বেশ কয়েক মাস হল শুরু হয়েছে স্টার জলসায়, নাম ‘রাঙামতি তীরন্দাজ’। মূলত, তীরন্দাজের গল্প নিয়েই তৈরী এই ধারাবাহিক। বেশ কিছুদিনের মধ্যে টিআরপির তালিকায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়ালে রাঙামতির ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মনীষা মন্ডলকে।

বর্তমান সময়ে এই ধারাবাহিকের নতুন প্রমো দর্শকদের জানান দিচ্ছে, রাঙামতির জীবনে আগামী দিনে আসতে চলেছে একাধিক বিপদ। তাই, আগামী কয়েকটি দিনের পর্ব জুড়ে থাকতে চলেছে বেশ চমক, যা কিনা দর্শকদের মন কেড়ে নেবে। আগামী দিনের গল্পের প্লটে কী হতে চলেছে সেই নিয়ে বেশ আগ্রহী স্বয়ং রাঙামতি। নবাগতা অভিনেত্রী মনীষা বেশ কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার সিরিয়াল দর্শকদের কাছে, অভিনেত্রী বললেন “অল্প সময়ের মধ্যেই খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। আমার পরিচিত অনেকেই মেসেজ করেছেন।”

রাঙামতির চরিত্রটি এই ধারাবাহিকে আর অন্য সকল চরিত্রের থেকে একটু আলাদা বলে বিশেষভাবে ভালো লাগে সিরিয়াল প্রেমীদের। বর্তমানে এই সিরিয়ালের গল্প দেখতে পাওয়া যাচ্ছে, রাঙামতির কোচ তাঁকে একটি নেকলেস চুরি করার জন্য ব্যবহার করতে চায়। অন্যদিকে স্বামীর বিপদে কিভাবে রাঙামতি তার পাশে দাঁড়াবে তাও বেশ দেখার বিষয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। আশা করা যায়, এই সকল প্রশ্নের উত্তরই দর্শকেরা পেয়ে যাবে আগামী কয়েকটি পর্বের মধ্যে।

আরও পড়ুন: পর্দায় ফের ফিরুক ডায়মন্ড! দাবি দর্শকদের, ছোটপর্দায় আবার কবে ফিরবেন ডোনা?

অভিনেত্রী মনীষার বিশেষ এই চরিত্রটি প্রসঙ্গে আরও বলেন, “এক দিকে ও লড়াই করতে ভয় পায় না। পাশাপাশি, ও খুবই সরল মনের মানুষ। চরিত্রটার এই দুটো দিক আমাকে খুব আকর্ষণ করে। আশা করছি, আগামী দিনেও দর্শক আমার পাশে থাকবেন”। এমনকি চ্যালেঞ্জিং এই চরিত্র করার জন্য অভিনেত্রী নিজেকে বিশেষভাবে ফিট রাখার চেষ্টা করেন। অভিনেত্রী বললেন, “প্রোমো শুটিংয়ের আগে পুরুলিয়া থেকে একজন কোচ এসে আমাকে নিয়মিত আর্চারি শেখাতেন। তবে এখন আর আলাদা করে তালিম নিতে হয় না।” এই সিরিয়ালের আদ্যপ্রান্ত দেখে এটাই বোঝা যাচ্ছে যে, প্রত্যন্ত সাধারণ অঞ্চলের মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে হয়ে কীভাবে অলিম্পিকে তীরন্দাজ খেলে দেশের জন্য মেডেল জেতা যায়, তারই এক উদাহরণ স্বরূপ টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে ‘রাঙামতি তীরন্দাজ’ সিরিয়ালে।