স্টার জলসার (Sart Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র আজ পূরণ করলো এক বছর। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় সাহেব ভট্টাচাৰ্য ও সুস্মিতা দে।
কথায় আছে, ‘একটা করে দিন যায় না, জল’ অর্থাৎ, সময় বড়ই বহমান, এক একটা দিন করে যে কখন একটা বছর পার হয়ে যায় তার কোনও খেয়ালই থাকে না। বর্তমানে, টলিউডের ছোটো পর্দা থেকে বড়পর্দা এখন সবকিছুতেই হয় সেলিব্রেশন। বিশেষত, ছোটো পর্দার কোনো সিরিয়াল ৫০০তম পর্ব পেরোলে তার হয় সেলিব্রেশন, আবার কোনো ধারাবাহিক এক বছরের পূর্তিতেও হয় সেলিব্রেশন।
তেমনই আজ দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ পার করলো এক বছর। কথা সিরিয়ালের জন্মদিন উপলক্ষে কেক কেটে এই বিশেষ দিনটিকে উদযাপন করলেন মেগার কলাকুশলীরা।অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া গেলো সিরিয়ালের থেকে একদম ভিন্ন লুকে। এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই টিআরপির দৌড়ে ছিল বেশ এগিয়ে।
আরও পড়ুন: “সোনা মা একটা জিনিস খেতে দেবো, খাবি? তারপর সবাই শান্তিতে ঘুমাবো!” মায়ের থেকে কী খাওয়ার প্রস্তাব পেয়েছিলেন গায়িকা দেবলীনা
বর্তমান সময়ে, এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। কথার প্রেমের প্রস্তাবের বারংবার প্রত্যাখ্যান করেছে এ ভি। বেজায় মনমরা স্বয়ং কথা। অন্যদিকে, দেখতে পাওয়া যাচ্ছে রিসটে পিকনিক করার সময় এ ভি এক মরণবাঁচন বিপদের সম্মুখীন হয়। আর এই বিপদ থেকে এ ভি-কে বাঁচাতে নিজেই গুলির সম্মুখীন হয় কথা। তবে কি এবার এ ভি বুঝবে ভালোবাসার আসল মর্ম?