আনন্দীর প্রতিবাদে ফাঁস হল খাবারের মানহীনতা, উচিৎ শিক্ষা পেয়ে নন্দিনীর মুখ বন্ধ! পর্ব জমজমাট

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) ক্রমেই দর্শকদের মন জয় করে চলেছে। প্রতিদিনের নতুন মোড় এবং আকর্ষণীয় গল্প দর্শকদের টিভির সামনে বসিয়ে রাখছে। আনন্দী আর আদির জীবনের টানাপোড়েন, নার্সিংহোমের সমস্যার সমাধান এবং ঠাম্মির চক্রান্ত সবকিছুই ধারাবাহিককে জমিয়ে তুলেছে। গতকালের পর্বে ছিল একদিকে খাবার বিতরণের মিষ্টি মুহূর্ত, অন্যদিকে চৈতির বিপদ। আর আজকের পর্বে দেখা গেল আনন্দীর প্রতিবাদ এবং সুপায়নের বাধার চরম নাটকীয়তা।

গতকালের পর্বে দেখানো হয়, বাচ্চাদের জন্য বিজয়া ও অন্যরা হাতে হাত মিলিয়ে খাবার বানায়। আনন্দী সেই খাবার টিফিনে ভরে নার্সিংহোমে পৌঁছে দেয়। বাচ্চারা সেই খাবার পেয়ে দারুণ খুশি হয়। তবে অন্যদিকে ঠাম্মি চৈতিকে ঘুমের ওষুধ মেশানো চা খাওয়ায়, যা পরে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ঠাম্মি অবশ্য পরিস্থিতি সামলে নেয়। পুরো পরিবার মিলে সিদ্ধান্ত নেয়, বাচ্চাদের জন্য বাড়ির খাবারই যাবে এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট জোগাড় করতে ঠাম্মি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

annwesha and Writick in anandi

আনন্দী আজকের পর্ব ১৯ ডিসেম্বর (Anondi Today Episode 19 December)

আজকের পর্বে, আনন্দী যখন বাচ্চাদের খাবার দিচ্ছিল, তখন সুপায়ন এসে বাধা দেয়। সে খাবারের বাক্স ফেলে দিয়ে বলে, বাইরে থেকে খাবার আনা যাবে না। আনন্দী প্রতিবাদ করলে আদি এবং নন্দিনী তার বিরোধিতা করে। তবে আনন্দী নিজের যুক্তি দিয়ে খাবারের মান পরীক্ষা করায় এবং নন্দিনীর অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়। শেষে সবাই মিলে ঠিক করে, নার্সিংহোমে ভালো মানের খাবার সরবরাহের জন্য প্রতিদিন বাড়ি থেকেই খাবার যাবে।

আগামীকালের পর্বে দেখা যাবে, আদিকে সবকিছু লুকিয়ে আনন্দী ও তার পরিবার কীভাবে খাবারের ব্যবসা শুরু করে। বিজয়ার তৈরি খাবার নিয়ে তাদের নতুন উদ্যোগ কেমন ফল দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে আদির সন্দেহ বাড়ছে, এবং তার সামনে সত্যি প্রকাশ পেলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়েই জমজমাট হতে চলেছে পরবর্তী গল্প।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’ জমজমাট! শুভকে ভালোবাসার নিবেদন আদৃতের, অস্বীকার শুভর! কী করে পরিণতি পাবে তাদের ভালোবাসা

এমনই টানটান উত্তেজনার সঙ্গে ‘আনন্দী’-র পরবর্তী পর্বগুলি যে আরও আকর্ষণীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।