বাঙালি শ্রেষ্ঠ বিনোদন মাধ্যম টেলিভিশনের (Television ) পর্দায় এখন নিত্য নতুন নায়কদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলেছেন পুরনো নায়করাও। এই সমস্ত নায়করা যারা আজ থেকে ৮-১০ বছর আগেও বাংলা টেলিভিশনের পর্দায় নায়ক হয়ে দর্শকদের মনোরঞ্জন করেছিলেন। বলা যায় বাঙালির মনের অন্দরমহলে নিজেদের স্থায়ী আসন করে ফেলেছেন এই তারকারা।
আর সেই রকমই একজন অভিনেতা হলেন অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখ। স্টার জলসার পর্দায় আঁচল ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রথমবার তাকে দেখেছিল বাঙালি দর্শকরা। প্রথম ধারাবাহিকেই মন জিতে ছিলেন তিনি। এরপর একাধিক ধারাবাহিক। অবশ্যই বাঙালি দর্শকদের মনের অন্দরমহলে জায়গা পাকা করে নেন এই অভিনেতা।
সাম্প্রতিক সময়ে এই অভিনেতাকে সাঁঝের বাতি, নবাব নন্দিনী, বধূঁয়া একাধিক ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখেছেন দর্শকরা। যদিও শেষ দুই ধারাবাহিক যে টিআরপি তালিকায় দারুণ ফল করতে পেরেছিল তা একেবারেই নয়। কিন্তু নায়ক হিসেবে রেজওয়ান মনে ধরেছিলেন সবারই।
তবে এবার শোনা যাচ্ছে, অভিনেতা নাকি অভিনয় ছেড়ে নতুন কাজ পা রাখছেন! তবে কি আর কখনও ধারাবাহিকের পর্দায় দেখা যাবে না রেজওয়ানকে? আসলে এক নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা। আর তা একেবারেই অভিনেতা হিসেবে নয়। তার নতুন কোন কাজ শুরু করলেন রেজওয়ান রাব্বানী?
আরও পড়ুন: ফ্লপ হওয়ার আশঙ্কা উড়িয়ে কামাল করছে পারুল-রায়ানের গল্প! টিআরপি কাঁপাচ্ছে পরিণীতা, দারুন প্রত্যাবর্তন জগদ্ধাত্রীর
আসলে অভিনেতা হওয়ার পাশাপাশি পরিচালনা করতেও বেশ ভালোবাসেন রেজওয়ান। এর আগে বহু অভিনেতাকেই আমরা অভিনেতা থেকে পরিচালক হয়ে উঠতে দেখেছি। আর এবার সেই রকমই নিজের পেশা পরিবর্তন করেছেন রেজওয়ান। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেই তার এই সুপ্ত প্রতিভার কথা প্রকাশ্যে এসেছে। তার পরিচালিত এই ছবির নাম ‘কালী কথা কলিকাতা’। এই সিনেমার মধ্য দিয়ে কলকাতা শহরের ইতিহাস ফুটে উঠবে। যদিও
ছবির নাম ভূমিকাতে অভিনয় করবেন রেজওয়ান। এবং তার বিপরীতে দেখা যাবে আলেকজান্দ্রা টেলরকে।