বাংলা টেলিভিশন (Bengali Television) এবং টিআরপি তালিকা (TRP List ) এখন অঙ্গাঙ্গী শব্দ। আসলে একে অপরের পরিপূরক বলা যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি তালিকায় নির্ণয় করে দেয় কোন বাংলা ধারাবাহিক দর্শকদের মনের মধ্যে রাজত্ব করছে। এই তালিকায় যে শ্রেষ্ঠ তার দৌড় অনেক দূর। আর এই তালিকাতেই কম নম্বরের জন্য যে ধারাবাহিক পিছিয়ে পড়বে ব্যর্থতা তার কপালেই।
আর আজ বৃহস্পতিবার। অবশ্যম্ভাবী আজকেই প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। এবারও তার অন্যথা হয়নি। আজকের দিনেই প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা এবং সেই তালিকা যথেষ্ট চমকপ্রদ। যে কোনও ধারাবাহিক আসার আগেই ভক্ত দর্শকরা বুঝতে পেরে যান কোন ধারাবাহিক হিট হবে এবং কোন ধারাবাহিক ফ্লপ খাবে।
কিন্তু দর্শকদের এই অনুমান যে সব ক্ষেত্রেই সঠিক হয় এমনটা একেবারেই নয়। বাংলা টেলিভিশনের পর্দায় এমন কিছুকিছু।ছু ধারাবাহিক রয়েছে যে ধারাবাহিকগুলি বদলে দিয়েছে বাঙালি দর্শকদের ধারণা এবং অনুমানকে। এই যেমন মিঠাই ধারাবাহিক পরবর্তী অনেকেই অনুমান করেছিল যে ফুলকি ধারাবাহিকটি একেবারেই চলবে না।
একেবারে নবাগত নায়িকা এবং অভিষেক বোস অভিনীত এই ধারাবাহিকের তাড়াতাড়ি বিদায় নিশ্চিত ছিল। কিন্তু দর্শকদের ধারণা একেবারেই ভুল। শুরু হওয়ার পর থেকে একবারের জন্যও টিআরপি তালিকায় প্রথম পাঁচের বাইরে যায়নি এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও সেই ধারা অব্যাহত। এই সপ্তাহেও স্টার জলসার ধারাবাহিক কথার সঙ্গে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে ফুলকি।
তেমনি কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হওয়া ধারাবাহিক পরিণীতা সুপার ফ্লপ হবে বলে জানিয়ে দিয়েছিলেন দর্শকরা। উদয় প্রতাপ সিং এবং ঈশানী দে অভিনীত এই ধারাবাহিকের অচিরেই বিদায় নিশ্চিত করে ফেলেছিলেন দর্শকরা। কিন্তু দর্শকদের এই অনুমানও ভুল। শুরুর পর থেকেই অভিনয়ে কামাল করেছেন এই ধারাবাহিকের নায়ক-নায়িকা। সেইসঙ্গে জমাটি গল্প। আর যার জেরে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় একেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
BT •• কথা, ফুলকি 7.4
2nd •• গীতা, পরিণীতা 7.3
3rd •• জগদ্ধাত্রী 7.2
4th •• উড়ান 6.9
5th •• কোন গোপনে 6.7