আজকালকার দিনে, বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে কে কখন কিভাবে ভাইরাল হয়ে যায় তার টেরও পাওয়া যায় না। যেমন এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছে সকলের মুখে মুখে একটাই ডায়লগ, ‘৩০ টাকায় সঙ্গে আনলিমিটেড তরকারি। সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফ্রি’। ভাবা যায়, আজকের দিনে দাঁড়িয়েও কেউ পরোটা বিক্রি করেও ভাইরাল হওয়া যায় তা রাজুদাকে না দেখলে বোঝা যেত না। রাজুদা একজন পরোটা বিক্রেতা, অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবারের এক ব্যাক্তি।
কিন্তু এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার দরুন যাওয়ার জন্য ডাক পাচ্ছেন নানান নামিদামি জায়গা থেকে। শিয়ালদা স্টেশনের কোলে মার্কেটের কাছে রাজুদার এই অভিনব কায়দায় পরোটা বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। পরবর্তীকালে, ধীরে ধীরে ফুড ব্লগারদের আনাগোনায় রাজুদার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। রাজুদা এই মুহূর্তে এতটাই ফেমাস হয়ে গেছে যে তার কাছে পরোটা খেতে গেলে রীতিমতো লাইন দিয়ে পরোটা খেতে হয়।
অন্যদিকে খবর নিয়ে দেখা গেছে পরোটার দামও বেরিয়ে গিয়ে হয়েছে ৩০ টাকা। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাওয়া যাবে রাজুদাকে। এত সবকিছুকে ভিত্তি করেই ছোট পর্দা এবার দেখা যাবে সকলের প্রিয় রাজুদাকে। চলতি মাসের গত ১২ই ডিসেম্বর দেখতে পাওয়া গেছে সান বাংলার জনপ্রিয় শো লাখ টাকার লক্ষী লাভে। অবশ্য এই দিন শুটিং হলেও টেলিভিশনের পর্দায় এখনও টেলিকাস্ট হয়নি এপিসোড।
আরও পড়ুন: ‘বাবাকে বিয়ে করে আদিখ্যেতার সময় ওশের কথা মাথায় আসেনি?’ শ্রীময়ী দরদ দেখাতেই ধুয়ে দিলেন নেটিজেনরা
শুধু রাজু তাই নয়, এই শোয়ে পাওয়া যাবে অরুণ দা এবং আমেরিকান দাদাকেও। রাজুদার সঙ্গে বাকি দুই প্রতিযোগীও খাবার বিক্রেতা। সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালিত শোয়ে তাঁদের সঙ্গে থাকছেন ঘরের লক্ষীরা। মূলত বাড়ির বউয়েরাই এই খেলার প্রতিযোগী হয়ে থাকেন। আমেরিকান দাদার কথায়, “কালকের দিনটা খুব মজা তে কাটিয়েছিলাম। আমরা জিতলেও হলেও প্রকৃতরূপে জয়ী ছিলো রাজু দা এবং অপর্ণা বৌদি”।