বড়দিনের প্রাক্কালেই আসছে বড় ধামাকা। বাংলা টেলিভিশন জগতে সারা সন্ধ্যে জুড়ে যেমন থাকে বিভিন্ন সিরিয়াল তেমনই একটু দর্শকদের স্বাদ পরিবর্তনের জন্য থাকে বিভিন্ন ধরনের গেম শো কিংবা রিয়ালিটি শো। সেটা হতে পারে রান্নার শো, নাচ বা গানের অনুষ্ঠান। এই সময় বাংলায় অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি No.1’ (Didi No.1)। এই শো এর সঞ্চারিকার ভূমিকায় বিগত ১০ বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে (Rachana Banerjee)।
দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকায় আসতে চলেছে ধামাকাদার পর্ব। দেখতে পাওয়া যাবে, টলিউডের ছোট পর্দা থেকে বড় পর্দার অতি পরিচিত মুখ। ইতিমধ্যেই এই শো এর নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে আগামী রবিবার অর্থাৎ ২১শে ডিসেম্বরের বিশেষ পর্বের প্রমো। মূলত এই দিনে অভিনেত্রীরা তাদের মাকে নিয়ে এই শোয়ের উপস্থিত থাকবে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘এই শহরে একটা ক্ষ্যাপামি ছিল, বুদ্ধিদীপ্ততা ছিল, এখন কলকাতা মধ্যবিত্ত হয়ে গেছে!’ অকপট অপর্ণা
জি বাংলার এই অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখে পাওয়া যাবে অভিনেত্রী আয়েন্দ্রি রায়, স্বীকৃতি মজুমদার, অনুষা বিশ্বনাথন এবং শ্রীমা ভট্টাচার্য-কে। এই শো এর মাধ্যমে জানতে পারা যাবে আজব সব অভিনেত্রীদের জীবনের গল্পকথা। সদ্য প্রকাশিত প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে সঞ্চালিকা রচনা অভিনেত্রীদের ঘুমের টাইম টেবিল জানতে চাওয়ায় অথিতি প্রতিযোগীরা বলেন, কেউ ঘুম থেকে ওঠে দুপুরে আবার কেউ বেলা ১১টায় আবার কারোর ঘুম থেকে উঠতেই বেজে যায় সন্ধ্যে ৬টা। বাড়ির কাজ করার প্রসঙ্গে সঞ্চালিকা জিজ্ঞাসা করায় অভিনেত্রীরা বলেন, ‘বাড়ির কাজ মা করে’। হাসি-মজায়-আনন্দ-হইহুল্লোরে ‘দিদি No.1’-এর দর্শকদের কাটতে চলেছে আগামী রবিবার।
View this post on Instagram