“স্ট্রাগল শুধু আমার নয়, দেব-জিৎ-প্রসেনজিত-মিঠুন—সবার জীবনেই লড়াই আছে”—অকপট সুমিত গঙ্গোপাধ্যায়! ‘খাদান’-এর পরেও কি টলিউডে নিজের জায়গা জায়গা পাচ্ছেন না অভিনেতা? গ্ল্যামারের আড়ালের নির্মম বাস্তবতা নিয়ে কী বললেন তিনি!

বিনোদন জগতে পা রাখলেই যে সাফল্য ধরা দেবে, এমন নিশ্চয়তা নেই। ছোট পর্দা হোক বা বড় পর্দা—নামী তারকা থেকে নতুন মুখ, প্রত্যেকের জীবনেই লড়াই আছে। কেউ সেই লড়াই প্রকাশ্যে বলেন, কেউ আবার নীরবে সহ্য করেন। গ্ল্যামারের ঝলকানির আড়ালেও যে অনিশ্চয়তা, প্রত্যাখ্যান আর অপেক্ষা লুকিয়ে থাকে, তা প্রায় সকল শিল্পীর জীবনেই বাস্তব সত্য।

এই বাস্তবতারই এক পরিচিত নাম টলিউডের অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। এক সময় বাণিজ্যিক সিনেমায় দর্শকের কাছে জনপ্রিয় ‘খলনায়ক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। একের পর এক সুপারহিট ছবিতে তাঁর উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। গ্রামগঞ্জে আজও তাঁকে দেখলে ভিড় জমান ভক্তরা। বহু ছবির বক্স অফিস সাফল্যের অংশীদার হয়েও ইন্ডাস্ট্রিতে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সুমিতের কেরিয়ার মানেই একাধিক সফল সিনেমা, শক্তিশালী চরিত্র আর দর্শকের ভালোবাসা। সাম্প্রতিক সময়ে দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে অভিনয় করে ফের আলোচনায় আসেন তিনি। ছবির পর নতুন কাজের ফোনও এসেছে একাধিক। কথাবার্তাও এগিয়েছে অনেকটাই। কিন্তু বাস্তবে কাজের চুক্তি পর্যন্ত পৌঁছনোর আগেই আটকে যাচ্ছে অন্য জায়গায়।

এই প্রসঙ্গেই অভিনেতা অকপটে জানিয়েছেন তাঁর লড়াইয়ের কথা। সুমিতের দাবি, কাজের প্রস্তাব এলেও পারিশ্রমিকের প্রশ্ন উঠলেই শোনা যায়, “পরে জানাব।” তাঁর কথায়, আজকের দিনে যে পারিশ্রমিক তাঁকে অফার করা হচ্ছে, তা অনেক উঠতি অভিনেতার থেকেও কম। তাই বহু প্রজেক্ট শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না।

আরও পড়ুনঃ ‘কোন‌ও নারীর সম্মান বাকি রাখছে না, সবাইকে ছোট করা হচ্ছে, এবার মিঠিকেও!’ ‘রোজ অশান্তি আর নোংরা’মি এসব না দেখালে চলেই না!’ মিঠি-কৃশানুর প্রেমের গল্প শুরু হতেই ডাকাতের মিঠিকে অপহরণ, শ্লীল’তাহা’নি মোড় নিয়ে ‘চিরসখা’ দর্শকদের ক্ষোভ!

তবে এই পরিস্থিতি মেনে নিয়েছেন তিনি। এখন বছরে তিন-চারটি সিনেমা আর সারা বছর স্টেজ শো—এই নিয়েই তাঁর জীবন চলছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু তাঁর নয়—দেব, জিৎ, প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের জীবনেও স্ট্রাগেল ছিল। পার্থক্য শুধু জায়গায়। সেই বাস্তবতাকেই মেনে নিয়ে এগিয়ে চলাই এখন তাঁর একমাত্র পথ।