‘একসঙ্গে চাট খেয়েছি, কাশী বিশ্বনাথের দর্শন করেছি’, সম্পর্ক ভাঙার গুঞ্জন উড়িয়ে দিলেন অঙ্কিতা-সৌম্যদীপ!

বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম জমজমাট ধারাবাহিকের নাম অবশ্যই জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। ‌বেঁচে আছে জগদ্ধাত্রী, এই দেখে বেজায় খুশি জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকেরা। স্বয়ম্ভু ও মেয়েকে সঙ্গে করে জগদ্ধাত্রী জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন। সবেমাত্র নানা বিপদকে কাটিয়ে বেনারস থেকে ফিরে এসেছে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর সঙ্গে কৌশানী। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র শুরুর প্রথম থেকে দেখতে পাওয়া গেছে গল্পের চড়াই-উৎরাই।

ইতিমধ্যে, শত্রুদের হারিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন জ্যাস। বর্তমানে, দেখতে পাওয়া যাচ্ছে এই জুটি এক সাক্ষাৎকারে তাদের বেনারসের অভিজ্ঞতা শেয়ার করছেন। শুটিং থেকে জমিয়ে খাওয়া দাওয়া সবকিছুতেই ছিল ভরপুর আনন্দ। বেনারসি স্পেশাল খাবারের মেনুতে ছিল মালাই থেকে শুরু করে বেনারসি পান, রাবড়ি আরো অনেক কিছু। অভিনেত্রী বললেন, “কাশী চাট ভান্ডার থেকে চাট খেয়েছি”, সঙ্গে হয়েছে কাশী বিশ্বনাথের দর্শন। এই জুটি জানান, শুটিংয়ের স্বার্থেই বেনারসের বেস্ট লোকেশন যেতে পেরেছেন।

Ankita Mallick, Jagaddhatri, Bengali Serial, Television, Bengali Actress, Zee Bangla, Ankita Mallick Interview, অঙ্কিতা মল্লিক, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল

শুটিংয়ের মধ্যে চলতে থাকা বিভিন্ন দৃশ্যের কথা দর্শকদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেতা-অভিনেত্রী। শুটিং চলাকালীন বিভিন্ন পর্যটকদের সঙ্গে দেখা হয় তারা যথারীতি খুবই উৎসাহী। দেখা মাত্রই পর্যটকেরা জিজ্ঞাসা করলেন, ‘তাহলে কি হতে চলেছে আগামী দিনের পর্বে’ কিংবা কেউ কেউ করেছে একসঙ্গে ছবি তোলার অনুরোধ।

আরও পড়ুনঃ খাদানের সাফল্যে মাতোয়ারা যীশু! ‘প্রতারক’ বলে কটাক্ষ নীলাঞ্জনার

সাক্ষাৎকারী, শীতকালের ঘুরতে যাওয়ার প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করাতে দুই অভিনেতা অভিনেত্রী বলে উঠলেন, ‘প্ল্যানিং! কোনো প্ল্যানিং নেই। শুটিং শুটিং শুটিং ব্যস’ বলে উঠলেন স্বয়ম্ভু। অবশেষে, এই সিরিয়ালের আগামী দিনে কি হতে চলেছে সেই জিজ্ঞাসা করাতে এই জুটি খানিক দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করে বললেন আসছে আরও নতুন চমক। এই মেগার পরতে পরতে চমক দেখে দর্শকরা ধাতস্থ মেগা অবাক হওয়া শেষ হয় না সিরিয়াল প্রেমীদের।