‘খাদান’ খুব সম্ভবত এই বছরের অন্যতম হিট ছবি হতে চলেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খোদ সিনেমার দর্শক সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই ছবির কলাকুশলীদের। এই প্রতিক্রিয়াতে বেজায় মশগুল এই সিনেমার মুখ্য অভিনেতারা, দেব (Dev)-যীশু (Jisshu Sengupta)। কিন্তু, সবকিছুর মধ্য থেকেও মনের মধ্যে পুরোপুরি স্বস্তি কাজ করছে না অভিনেতা যীশুর।
ইতিমধ্যেই জানতে পারা গেছে, দূরত্ব বেড়েছে যীশু এবং তার স্ত্রী নীলাঞ্জনার মধ্যে। সমাজ মাধ্যমে থাকা যীশুর সঙ্গে সমস্ত ছবি এমনকি নামের পাশে থাকা সেনগুপ্ত পদবীকেও সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। তাদের সম্পর্কের বিচ্ছেদের প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। গত কয়েক মাসে এই তারকা জুটির সুশীল মিডিয়া মন্তব্যের আদান-প্রদানের মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত ছিল বেশ স্পষ্ট। বর্তমানে যিশুর জীবনে বইছে খুশির হাওয়া, এর মধ্যেই অভিনেতাকে খোঁচা দিয়ে মন্তব্য করাতে কুণ্ঠাবোধ হয়নি নীলাঞ্জনার।
নীলাঞ্জনা সমাজ মাধ্যমে সম্পর্কের প্রতারণা নিয়ে লেখেন, “সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা হল সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।” বর্তমানে নীলাঞ্জনার হয়েছে নতুন পরিচয় নিনি চিনি’জ় মাম্মা’ হিসাবে। এই পোস্টে আরও লেখেন, “কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে, কিন্তু সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।”
আরও পড়ুনঃ এখনকার নায়করা একটা ছবি হিট হলে নিজেদের কেউকেটা ভাবে! আগেকার দিনে এমন হত না! বাঙালিদের নিয়ে মুখ খুললেন মৌসুমী চ্যাটার্জি।
টলিউডের জোড় গুঞ্জন, কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে অভিনেতা নাকি আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রেমের টানে দীর্ঘ বিবাহিত জীবনে ঝামেলা সৃষ্টি হয়েছে। কিন্তু সম্পর্কে বিচ্ছেদ কিংবা সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন কোনোকিছু নিয়েই বক্তব্য রাখেন সেনগুপ্ত দম্পতি।