জুটিতে লুটি! পর্দায় একসঙ্গে ফিরছেন স্বীকৃতি-সুদীপ্তা, নতুন ধারাবাহিকে থাকছে আর‌ও চমক, আসছে কোন চ্যানেলে?

বর্তমানে সিরিয়ালের (Serial) দুনিয়ায় বোনেদের জুটি দিয়েই হচ্ছে গল্প হিট। ভাই-বোনের সম্পর্ক হোক বা দুই বোনের সম্পর্ক, বাঙালির কাছে এই সম্পর্ক মানেই আলাদা ইমোশান। স্টার জলসার ‘দুই শালিক’, ‘অনুরাগের ছোঁয়া’ আবার ওদিকে জি বাংলার ‘মিঠিঝোরা’ এই সবকটা ধারাবাহিকেই দেখা যায় বোনেদের ভালোবাসার বন্ধন।

এর আগেও ধারাবাহিকে দেখা গিয়েছে নতুনত্বের ছোঁয়া। তুলে ধরা হয়েছে বাবা-মেয়ের সম্পর্ক, মা-ছেলের সম্পর্ক। এই মুহূর্তে বাংলার উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন বিশেষ সম্পর্ককেন্দ্রিক ধারাবাহিক।

এর মধ্যে সিরিয়াল জগতের বেশ কানাঘুষো অনেক নতুন ধারাবাহিক শুরু হবার খবরই পাওয়া গেছে। শুরু হতে চলেছে একগুচ্ছ নতুন সিরিয়াল। অনেকদিন পর আবার নতুন ধারাবাহিক নিয়ে আসছে সুরিন্দর ফিল্মস। গল্প থাকবে মূলত দুই বোনের। আগামী দিনের এই নতুন ধারাবাহিক দিয়ে কামব্যাক করছে স্বীকৃতি মজুমদার। আনন্দী ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে অনেক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ দারুণ খবর! ফের ছোট পর্দায় নায়িকা হয়ে ফিরছেন অদ্রিজা রায়! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?

অন্যদিকে, আবার স্বীকৃতির সঙ্গে দেখতে পাওয়া যাবে ‘ফেরারি মন’খ্যাত সুদীপ্তা রায়কে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে এই দুই অভিনেত্রীর লুক সেট হয়ে গিয়েছে। তবে, এই বিষয়কে কেন্দ্র করে কোনো অভিনেত্রী মুখ খোলেননি। সম্ভবত, স্টার জলসা বা সান বাংলায় দেখতে পাওয়া যাবে এই দুই বোনের গল্প। এমনকি চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে রূপাঞ্জনা মিত্রকে। তবে, এখন প্রশ্ন হচ্ছে এই মেগার নায়ক হবে কে? কার সঙ্গে জুটি বাধবে সেই নায়ক?