বড়দিনের বড় চমক! বিবাহিত গৌরবের জীবন তছনছ করতে এন্ট্রি প্রাক্তন প্রেমিকার

ডিসেম্বর মানেই ফেস্টিভ সিজন। আর এই ফেস্টিভ সিজনে বাড়িতে অতিথি আনাগোনা লেগেই থাকে। জমিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা, আনন্দ সব কিছু মিলে বছরের শেষ জমে জমজমাট। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই লুটেপুটে নিচ্ছে আনন্দ। উদযাপনের ঝড় বইছে সকলের মধ্যে। টলিউড থেকে বলিউড, ছোটপর্দা থেকে বড়পর্দার সকল অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখলেই দেখা যাবে পার্টি মুডে।

এমনকি, এই বড়দিনের প্রভাব পড়েছে সিরিয়াল জগতেও। বেশিরভাগ ধারাবাহিকে বর্তমান দৃশ্য খেয়াল করলে দেখা যাবে পালন হচ্ছে বড়দিন। আর এই বড়দিনের হওয়া বইছে কলকাতা থেকে দূরে শিমুলপুরাতেও। বাংলার অনন্যম জনপ্রিয় সিরিয়াল ‘তেঁতুলপাতা’য় পালন হচ্ছে যীশুর জন্মদিন।

এই শুটিংয়ের ফাঁকে ঝিল্লি বললো, “রোজ ১৪ ঘণ্টা করে একসঙ্গে কাজ করি। মুখে কুলুপ এঁটে থাকলে রসায়ন পর্দায় ফুটবে? তার উপরে আমি প্রচণ্ড ছটফটে। সঙ্গদোষে গৌরবদাও বদলে গিয়েছে!” অভিনেত্রী আরও বললেন, “আমি তো গরম জলে মধু মিশিয়ে খেয়ে নিজেকে চাঙ্গা রেখেছি। গৌরবদা বরং আমার থেকেও বেশি কেঁপেছে।” এই ধারাবাহিক আরও অন্যান্য মেগার থেকে বরাবরই একটু আলাদা ছিল বলে দর্শকদের প্রথম থেকে পছন্দের তালিকায় ছিল।

আরও পড়ুনঃ আমাদের নিজেদের সংস্কৃতিকে রক্ষা করা উচিত, আগামী প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়েরা কি শিখবে? ‘কালীঘাট মেট্রোতে চুমু’‌ কান্ডে নিজের বক্তব্যে অনড় মমতা শঙ্কর

ঝিল্লি তাঁর শ্বশুরবাড়িতে সান্তাক্লজ সেজে কচিকাঁচাদের দিচ্ছে ভরপুর আনন্দ। এই দেখে অবাক স্বামী ঋষি। তাহলে কি এবার পাল্টা ঋষি সান্তা সেজে দেবে ঝিল্লিকে সারপ্রাইস! কিন্তু, বিধাতার লিখন খন্ডাবে কে? ঋষির জীবনের ফিরছে তাঁর অতীত, প্রেমিকা ঝোরা। তাও আবার এই বড়দিনেই। অন্যকে সারপ্রাইস দিতে গিয়ে নিজেই হয়ে গেলো সারপ্রাইস ঋষি। এরপর, স্বাভাবিকভাবেই অধির আগ্রহে রয়েছে দর্শকেরা।