আমাদের নিজেদের সংস্কৃতিকে রক্ষা করা উচিত, আগামী প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়েরা কি শিখবে? ‘কালীঘাট মেট্রোতে চুমু’‌ কান্ডে নিজের বক্তব্যে অনড় মমতা শঙ্কর

বেশ কিছুদিন আগে কলকাতায় ঘটে গিয়েছে এক চঞ্চল্যকর ঘটনা। যা কিনা আজকের সমাজের নবীনদের কাছে খানিকটা সাধারণ ব্যাপার হলেও প্রবীণদের কাছে বেশ অস্বস্তিকর। কালীঘাটের মেট্রো স্টেশনে এক যুবক-যুবতী খেয়েছে চুমু, এই হল তাদের অপরাধ। এই ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া। আজকের সমাজের একদল লোক বলছে অন্যায় আরেকদল বলেছে, বর্তমানে হয়েছে এটাই সঠিক কাজ।

সমাজ মাধমে বক্তব্য রেখেছে সাধারণ ব্যক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গণ্যমান্য ব্যক্তিরা। সেই স্বনামধন্য ব্যক্তিদের মন্তব্য নিয়েও হয়েছে যথেষ্ট চর্চা। সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিতর্কিত মন্তব্য যাঁর, তিনি হলেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর। এর আগেও অভিনেত্রীর মন্তব্য নিয়ে হয়েছে বিতর্ক। এই বিষয় নিয়ে মমতা শঙ্কর বলেন, “আমি এর বিরুদ্ধে। জন্তুরাও তো আমাদের থেকে অনেক ভালো। এরপরে সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান-কাল-পাত্র বলে কোনও ব্যপার থাকবে না!”

Mamata Shankar had a swelling on her forehead

অভিনেত্রী আরও বলেন, “জন্তুরাও আমাদের থেকে ভালো” এটা বলে কার্যত, চক্ষুসূল হয়ে গেছেন তিনি। এর সঙ্গে যোগ করে বললেন, “সব কিছুরই তো একটা স্থান-কাল-পাত্র আছে। ইচ্ছে হচ্ছে বলে, তহালে কি যে কোনো জায়গায় টয়লেটও করতে পারি? পারি না! সেরকমই। আরেকটা জিনিস হচ্ছে, বিদেশে লোকে ওরকম করে। সেটা তাঁদের সংস্কৃতি। আমাদের দেশে সেটা চলে না। ওখানে কেউ ফিরেও তাকাবে না। কিন্তু আমাদের দেশের এটা রীতি নয়। আমাদের দেশের যে মূল্যবোধ, যে সংস্কৃতি, সেটাকে ধরে রাখা উচিত। বিশেষ করে পরবর্তী প্রজন্মের কথা ভেবে। যারা অল্প বয়সী ছেলে-মেয়ে, তারা কী শিখবে। তারা তো আরও লাগামছাড়া হয়ে যাবে।”

আরও পড়ুনঃ ‘এটা কোন‌ও নাচ? নড়তেই পারেনা! অনুষ্কাকে ফেরান’, রোশনাই রূপে তিয়াসার নাচ দেখে তীব্র কটাক্ষ নেটিজেনদের

টলিউড, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, tollywood, Mamata Shankar, Swastika Mukhopadhyay

অভিনেত্রী এই বিষয়ে খাঁটিয়েছে নিজের যুক্তি। তীব্রভাবে বলে ওঠেন, “এবার কেউ বলতে পারে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। ভালো লাগছে, তাই করছি। আমার কথা হল, তোমার ব্যক্তি স্বাধীনতার জন্য, যদি অন্য কারও অস্বস্তি হয়, অন্য কারও দৃষ্টিকটু লাগে, যদি সেটা পরবর্তী প্রজন্মের জন্য খারাপ হয়, তাহলে?”। প্রায় সমাজের চোখে অনেকটা নেমে গেলেও তিনি থাকবেন তাঁর জায়গায়।