অবশেষে পড়তে চলেছে যবনিকা। শেষ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। বিগত দু’বছর ধরে মনোরঞ্জন করে আসা এই সিরিয়াল টিআরপির দৌড়ে পিছিয়ে পড়ায় বন্ধ হয়ে যাচ্ছে। এই সিরিয়ালের প্রথম দিকে মুখ্য ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছিলো শুভমিতা মুখার্জি এবং রাহুল মজুমদারকে। পরবর্তীকালে, গল্পের মোর ঘুরে যাওয়ায় নায়ক নায়িকাদের মুখও পরিবর্তন হয়েছিল।
বিধাতার লিখন কিংবা জীবনের এমন পরিস্থিতি মাঝে মাঝে মানুষকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করায় যেখানে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু কাজ করতে হয়। এমনই এক দৃশ্যের উদাহরণ দেখতে পাওয়া গেছে এই সিরিয়ালে। জীবনের পরিস্থিতি ঐশানীকে নিজের স্বপ্নের বলিদান দিয়ে এক অশিক্ষিত ভাতের হোটেলের মালিককে বিয়ে করতে হয়।
পরবর্তীকালে, জীবনে আসে নানা ঝামেলা এই নিয়েই তৈরী হয়েছিল ধারাবাহিকের মূল গল্প। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঐশানী-শঙ্করের গল্প। এই ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা মিলেছে মিঠু চক্রবর্তী, অর্ণব ব্যানার্জি, তথাগত মুখার্জী এবং আরও অনেকে।
আরও পড়ুনঃ রাজুদার বাড়াবাড়ি দেখে অবাক নেট পাড়া! অভিনেত্রীর সঙ্গে এমন কী করল ভাইরাল রাজুদা?
শোনা যাচ্ছে, এখনও শেষ টেলিকাস্টের দিন জানা লাগলো আগামী বছরের জানুয়ারি মাসের শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সিরিয়াল অনেক দর্শকদেরই মনে জায়গা করে নিয়েছিল। আগামী বছর শুরু হতে চলেছে পরপর চার-পাঁচটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল। তাই, ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!