চলতি সপ্তাহে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার অর্থাৎ আজ এসেছে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা (TRP List)। যথারীতি এই টিআরপি তালিকার ফল প্রকাশের দিকে নজর থাকে বাংলা টেলিভিশন প্রেমীদের। আর হবে নাইবা কেন? এই টিআরপি তালিকাই প্রমাণ দেয় বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার। কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে কতটা সফল হয়েছে সেই দিকে বিশেষ নজর থাকে টেলিভিশন প্রেমীদের।
আর সেই কারণেই বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা টেলিভিশনে টিআরপি তালিকা মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই টিআরপি তালিকা বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি তালিকা বাংলা ধারাবাহিকের মান নির্ণয়কারক মানদণ্ড হয়ে উঠেছে। আর এই মানদণ্ডে যে ভালো নম্বর পায় ধারাবাহিকের দুনিয়ায় সে টিকে যায় অন্যথায় বিদায়।
আর সেই কারণেই বর্তমানে টিআরপি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কিছুদিন আগে পর্যন্ত টিআরপি তালিকায় পরিবর্তন খুব বিরাট চোখে পড়ত না। মাঝেমধ্যে একটা দুটো ধারাবাহিক এদিক-ওদিক হত। নয়ত বা কোনও একটি বিশেষ ধারাবাহিক টানা প্রথম স্থান দখল করে রাখত। তবে এখন আর তেমনটা হয় না এখন পরিবর্তন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। প্রায় প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিকগুলির মধ্যে বিরাট রদবদল চোখে পড়ে।
তবে এই সবকিছুর মধ্যেই এমন একটি ধারাবাহিক রয়ে গেছে যে ধারাবাহিকটি বিগত দু বছরে শুরুর পর থেকে একটি বারের জন্যেও প্রথম পাঁচের বাইরে বের হয়নি। শুধু কি তাই? মাঝেমধ্যেই প্রথম দ্বিতীয় স্থান দখল করে ফেলে এই ধারাবাহিক। হ্যাঁ বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কোন ধারাবাহিকের কথা বলেছি সেই ধারাবাহিকের নাম ফুলকি। আর এই ধারাবাহিককে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে স্টার জলসার ধারাবাহিক কথা। রীতিমতো হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে এই দুই ধারাবাহিকের মধ্যে।
আরও পড়ুনঃ দারুণ খবর! আসছে ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ফের পর্দায় ফিরছেন সৃজলা গুহ, সঙ্গী বড় পর্দার নায়ক
তবে পিছিয়ে নেই অন্য ধারাবাহিকগুলিও। তবে কিছুদিন আগে শুরু হওয়া এমন দুটো ধারাবাহিকের বিষয়ে কথা না বললেই নয় যে ধারাবাহিক দুটিকে নিয়ে ফ্লপ হওয়ার মারাত্মক আশঙ্কা করা হয়েছিল। স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ও জি বাংলার পরিণীতা। অদ্ভুত ভাবে টিআরপি তালিকায় রীতিমতো কামাল করছে এই দুই ধারাবাহিক। চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা।
1st •• ফুলকি, গীতা 7.9
2nd •• জগদ্ধাত্রী 7.8
3rd •• কথা, পরিণীতা 7.7
4th •• উড়ান 7.3
5th •• রাঙামতি 7.0