বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা প্রথমবারেই দিল জিতেছেন বাঙালি দর্শকদের। যে সমস্ত অভিনেত্রীদের বারবার দর্শকরা পর্দায় দেখতে চেয়েছেন, আবেদন করেছেন প্রযোজনা সংস্থা, চ্যানেলের কাছে। আর সেই রকম তারকাদেরই অন্যতম হলেন অভিনেত্রী সৃজলা গুহ। মিষ্টি চেহারার এই অভিনেত্রী ‘মন ফাগুন (Mon Phagun)’ ধারাবাহিকের হাত ধরে প্রথমবার টেলিভিশনের পর্দায় আসেন এবং এসেই মন জয় করেন অগুণিত দর্শকদের। আর এবার ফের একবার পর্দায় ঝড় তুলতে ফিরছেন তিনি।
উল্লেখ্য, আবারও আসছে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ কিন্তু বড়ো পর্দায় নয়। এই নামটা শুনলেই মনে পড়ে যায় বনি-কৌশানীর হিট জুটি। বর্তমান সময় বিনোদন জগতে মনোরঞ্জনের জন্য টেলিভিশন এবং সিনেমার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। বরং বলা যেতে পারে অনেক সিনেমা দর্শকই হয়েছে এখন ওটিটিমুখী। নিজের সময় অনুযায়ী দেখা যায় পছন্দের সিনেমা বা সিরিজ।
এবার নতুন রূপে নতুন মোরকে আসছে ‘পারবো না আমি ছাড়তে তোকে’। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী সৃজলা গুহ এবং অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়কে।অভিনেত্রীকে প্রথম দেখা গিয়েছিল স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালে। অতি আগ্রহ নিয়ে রয়েছে দর্শকেরা।
আর এই অভিনেতাকে ডাকঘর, ব্যোমকেশ, গোরা আরও উল্লেখযোগ্য সিরিজে কাজ করেছেন। শোনা যাচ্ছে, এই দুজনকে জুটি হিসাবে প্রথম দেখতে চলেছে দর্শকেরা। স্বাভাবিকভাবেই, আগ্রহী হয়ে রয়েছে দর্শকেরা। জানা গেছে, এই জুটি আসছে ওটিটি জগতে বড়ো বা ছোটো পর্দায় নয়।
আরও পড়ুনঃ ‘গৃহপ্রবেশ’-এ উত্তেজনার চরম পর্যায়! মা না শুভ, কার হাত ছাড়বে আদৃত?
অভিনেতা তো বটেই অভিনেত্রীর মুখও এর আগে বেশ কয়েকটা ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এই সিরিজের পরিচালনায় আছে অদিতি রায়। যিনি পরিণীতা, নষ্টনীড়, বোধনের মতন সিরিজ ডিরেক্ট করেছেন। স্টার কাস্ট এবং ডিরেক্টরের নাম শুনে যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছে বাংলার দর্শক। তবে এখন দেখার বিষয় কতটা আশা রাখতে পারবে এই নতুন জুটি?