“ঋতু ছবিতে থাকলে আমি ১ টাকা হলেও বেশি নিতাম” কেন এই বৈষম্য করতেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ

বিনোদন জগতে একটা কথা বরাবরই প্রচলিত রয়েছে তা হল যে কোন কাজের ক্ষেত্রে নায়িকাদের পারিশ্রমিকের থেকে নায়কদের পারিশ্রমিক বরাবরই বেশি থাকে। এই নিয়ে আগেও তর্ক বিতর্ক হয়েছে, বর্তমানেও হচ্ছে এমনকি আশা করা যায় আগামী দিনেও এই নিয়ে আলোচনা করা হবে। উত্তম-সুচিত্রার সময় থেকে শুরু করে দেব-শুভশ্রী প্রতিটা প্রজন্মেই এই বিষয়ে আলোচনা চলতেই থাকে।

এমনকি নব্বইয়ের দশকের সুপারহিট জুটি ঋতু প্রসেনজিত কাজ করার সময়ও এই বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তুমুল আলোচনা হত। ‘সজনী গো এইতো এলাম তোমায় পেতে হাজির হলাম’ শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার এই গানটি সেই সময়ের হিট তো বটেই এমনকি এখনকার সময়েও বাঙালির প্রতিটা বিয়ে বাড়িতে একবার হলেও এই গানটা বেজে উঠবে। ঋতু-প্রসেনজিত জুটি, টলিউডের অন্যতম সফল জুটির মধ্যে একটি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে প্রাক্তন, বুম্বা-ঋতু মানে সেই ছবি হবে সুপারহিট।

৩৫টির ওপরেও বেশি বাংলার বুকে ছবি করেছে এই জুটি। বর্তমানে এই জুটি দেওয়া এক সাক্ষাৎকার নেটিজেনদের নজর কেড়েছে বেশ। দেখা যাচ্ছে অভিনেতা প্রসেনজিৎকে সাক্ষাৎকার জিজ্ঞাসা করছে, ‘কেন নায়িকাদের থেকে নায়কদের পারিশ্রমিক বেশি হয়?’ উত্তরে অভিনেতা বলেন, ” কারণ নায়কদের একটু বেশি করতে হয় অ্যাকশনের জন্য ১০-৮ দিন লাগে। ওই জন্যে হয়তো পারিশ্রমিক বেশী”। কিন্তু এর সঙ্গে অভিনেতা ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে বললেন, “আমি একটা কথা বলতে পারি এই মহিলার যখন আমি কাজ করতাম একটা টাকা হলেও বেশি নিতাম”।

আরও পড়ুনঃ এবার গায়ক রাজুদা! শিক্ষাগত যোগ্যতা বা প্রতিভার মূল্য কমছে! ক্রমেই বাংলা কাঁপাচ্ছেন ভাইরাল তারকারা

এই কথা বলে সঙ্গে সঙ্গে সকলের প্রিয় বুম্বাদা কারণটাও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন দর্শকদের। ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে হলেই তাকে বৃষ্টিতে ভিজতে হতো আর সেই সময় পাতলা জামা পরে বৃষ্টিতে ভিজে শুটিং করতে হত। রিতু বোম্বাকে শেষ জুটি হিসেবে বড় পর্দায় দেখা গিয়েছে ২০২৪ সালের অযোগ্য সিনেমায়। এই জুটির হিট হওয়া কয়েকটি সিনেমা হল- ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি ‘জিন্দাবাদ’, ‘মনের মানুষ’, ‘প্রাক্তন’, ‘দৃষ্টিকোণ’, ‘সিঁদুরের অধিকার’, ‘উৎসব’ এবং আরো অনেক।