বর্তমানে স্টার জলসায় (Star Jalsha) সবেমাত্র কিছুদিন হলে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘চিরসখা’ (Chirosokha)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে অপরাজিতা ঘোষ এবং সুদীপ মুখোপাধ্যায়। এই সিরিয়ালের গল্প মূলত এঁদের দুজনে না বলা সম্পর্কের কথা নিয়েই তৈরি হয়েছে। তবে, কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করতে পেরেছে তা মানতেই হবে।
কিন্তু এই সিরিয়ালের পার্শ্ব চরিত্রের কলাকুশলীদের দেখে অবাক হয়েছেন অনেকেই। এমনকি কিছু ক্ষেত্রে সমালোচনার স্বীকারও হতে হয়েছে। এই সিরিয়ালে অপরাজিতার ছেলেদের ভূমিকায় অভিনয় করছে রাজা গোস্বামী এবং ভিভান ঘোষ। এই ধারাবাহিকের আগে অভিনেত্রীর সঙ্গে জুটি বাধঁতে দেখা গেছে রাজাকে। সিরিয়ালের নাম ছিল ‘কোজাগরী’। বিশেষত অনেক সমালোচকেরাই এই মা-ছেলের সম্পর্ক দেখেই ভ্রু কুঁচকেছেন। কারণ এর আগে এই জুটি কাজ করেছে নায়ক নায়িকা হিসেবে আর এই সিরিয়ালে দেখা যাচ্ছে মা ছেলের ভূমিকায়। একেবারে যেনো আকাশ-পাতাল পার্থক্য।
২০১৬ সালে লিনা গঙ্গোপাধ্যায়ের ‘কোজাগরী’ ধারাবাহিকের মাধ্যমে বাংলার দর্শকেরা পেয়েছিল রাজা-অপরাজিতার জুটিকে, যা আজও অনেকের মনে রয়েছে। কিন্তু সেই জুটি আজ এই মা ছেলের সম্পর্ক পরিণতি পাবে তা অনেকেই এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। এই প্রসঙ্গ তুলে ধরতেই অভিনেতা রাজা বাংলার এক সংবাদ মাধ্যমকে জানায়, “জানতাম এই প্রশ্নটা আসবে। আমরা তো অভিনেতা, কোনও গল্পে আমি একজনের প্রিয় বন্ধু। হয়ত অন্য গল্পে সে আমাকে খুন করছে। এটাই তো চরিত্র হয়ে ওঠা। আমরা কোজাগরীতে হিরো-হিরোইন ছিলাম, দর্শক ভালোবাসা দিয়েছিল। ওটা বিশাল সফল একটা প্রোজেক্ট ছিল, আমরা চরিত্রগুলোর সঙ্গে সুবিচার করেছিলাম। আমার বিশ্বাস মা-ছেলে হিসাবেও আমরা একইরকম সুবিচার করব”।
আরও পড়ুনঃ “উদিত চুমু খেয়েছে বেশ করেছে!” এমন প্রস্তাব না পাওয়ার আফসোস জানালেন কবীর সুমন!
এখনকার দিনে যেকোনো কিছুর প্রতিক্রিয়া বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাওয়া যায় সেজন্য রাজা অপরাজিতা কে কেন্দ্র করে আলোচনা কিংবা সমালোচনার ঝড় তাঁদের চোখকে কোনোটাই এড়িয়ে যায়নি। এই বিষয়ে অভিনেতা বলেন, “সোশ্যাল মিডিয়ায় লোকজন যে মজার কমেন্ট করছে সেগুলো আমরা দুজনেই এনজয় করছি। কোজগরীর সঙ্গে চিরসখার ছবির কোলাজ করে লোকজন নানা কথা বলছে, সেগুলো আমরা পরস্পরকে দেখাচ্ছি। তার মানে কিন্তু লোকে আমাদের শো’টা দেখছে। এটাই তো বড় পাওনা”।