“উদিত চুমু খেয়েছে বেশ করেছে!” এমন প্রস্তাব না পাওয়ার আফসোস জানালেন কবীর সুমন!

আজকের দিনে সোশ্যাল মিডিয়া সকলের কাছেই এক মোক্ষম অস্ত্র। যে কোন‌ও কিছু ভাইরাল হওয়ার অন্যতম উপাদান হল এই সমাজ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার জেরেই কেউ পরে বিপদে আবার কেউ হয় উপকৃত। বর্তমানে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনকে নাড়িয়ে দেওয়ার মতন এক ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে, গায়ক উদিত নারায়ণ’কে (Udit Narayan) নিয়ে উত্তাল নেট পাড়া।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের বিখ্যাত সংগীত শিল্পী উদিত নারায়ণের চলতি অনুষ্ঠানেই গায়ক নিজেই অনুরাগীকে চুম্বন খাচ্ছেন। চলতি অনুষ্ঠানে গায়কের এক অনুরাগী সেলফি তোলার পরই উদিত’জির গালে একটি চুম্বন করেছিলেন। তারপরেই, আচমকাই সেই অনুরাগিনীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলেন উদিত। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

এই ঘটনা দেখার পর নেটিজেন থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সমালোচকেরা গায়ককে নিয়ে নানা ধরনের মন্তব্য করে চলছেন। চুমু খাওয়ার বিষয় নিয়ে গায়ক কবীর সুমনকে শহরের এক সংবাদ মাধ্যম প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বলেন, “উদিত চুমু খেয়ে বেশ করেছেন। শুনে কী যে ভাল লাগছে! চুমু খাওয়ার মতো ভাল বিষয় দুনিয়ায় দু’টি নেই!”। এই মন্তব্য করার পরেই সমান অনেক আফসোসের সঙ্গেই জানিয়েছেন তাঁকে কেনো অনুরাগী কোনোদিন এইরম আবতার জানাননি।

আরও পড়ুনঃ নাম আদিত্য কাপুর, বলিউড অভিনেতা, রোশনাইয়ের নাচ দেখে গড়গড়িয়ে বলতে শুরু করেছেন বাংলা! হেসে লুটোপুটি দর্শকরা! শুরু কটাক্ষ

উদিতের এই কাণ্ড সারা ফেলে দিয়েছে গোটা বিনোদন দুনিয়ায়। এখনো পর্যন্ত গায়ককে এই বিষয়ে কেউ সমর্থন জানাননি, সমালোচনায় ভরে যাচ্ছে নেট দুনিয়া। এই খবর শোনা মাত্রই সুমন পাল্টা জবাব দিয়ে বলেন, “উদিত কি কোনও খারাপ কাজ করেছেন? তিনি তো যুদ্ধ বাধাননি। চারপাশে যে পরিমাণে হিংসা, হানাহানি— সেখানে এ ভাবে ভালবাসা ছড়িয়ে দিলে যদি পরিস্থিতির উন্নতি হয়”। এই মন্তব্য করেই তিনি থেমে থাকেননি তিনি আরও বলেছেন, একজন পুরুষ যদি অন্যজন পুরুষকে চুমু খেতেন তিনি সেটাকেও সমর্থন করতেন।